প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৬, ২:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৮, ২০২৪, ৬:৪৭ পি.এম
সিংগাইরে জমি দখলের চেষ্টা, গ্রেপ্তার ২

মানিকগঞ্জের সিংগাইর উপজেল চান্দহর ইউনিয়নের জমি দখলের চেষ্টার সময়। জমির মালিক শাহজাহান বাধাঁ দিলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন একই গ্রামের মনিরুজ্জানমানসহ তার ভাড়াটিয়া সন্ত্রাসী গ্রুপ।
গত ২৮ এপ্রিল সকাল ১০টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের রিফাতপুর মৌজার চালিতাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত শাহজাহানের স্ত্রী খালেদা আক্তার বাদী হয়ে ৫জনকে আসমী করে থানায় লিখিত অভিযোগ করেন।
এ ঘটনায় শুক্রবার (১৭ মে) দিবাগত রাতে মনিরুজ্জামান (৬০) মাহবুব ইসলাম (৪০)-কে গ্রেফতার করেছেন সিংগাইর থানা পুলিশ।
এজহার সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল সকাল ১০টার সময় শাহজাহানের পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে প্রবেশ করে মনিরুজ্জামান সহ ভাড়াটিয়া সন্ত্রাসী গ্রুপ হালচাষ করে।আসামীদের হালচাষে নিষেধ করলে দুইপক্ষে বাগবিতণ্ডা শুরু হয়। এতে মনিরুজ্জামান ও তাঁর দলবল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শাহজাহানের উপর হামলা চালান। হামলায় শাহজাহান ও তার বোন ফিরুজা গুরুতর আহত হোন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসা জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন।
মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) শেখ কামরুল ইসলাম বলেন, তারা নিয়মিত মামলার আসমী তাদের গ্রেফতার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho