
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ২০২৩-২৪ অর্থবছরে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি ও শীর্ষক বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ মে) বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বালিয়াকান্দি সদর ইউনিয়নের বাওনারা এলাকায় এসভা অনুষ্ঠিত হয়।
উপেজালা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা কৃষি দপ্তরের অতিরিক্ত উপপরিচালক জনাব আবু মাসুদ সিদ্দিকী, উপসহকারী কৃষি কর্মকর্তা ইতি প্রমুখ।
আলোচনায় বক্তারা বারি সরিষা ১৪ চাষ বৃদ্ধির মাধ্যমে ভোজ্যতেল আমাদানি নির্ভর কমবে। সরিষা চাষে কৃষকদের উদ্ভুদ্ধ করেন ও কৃষকদের বিভিন্ন পরামর্শ দেন। কৃষি দপ্তর থেকে কৃষক দের সর্বচ্চ সহযোগিতা করার কথা ব্যক্ত করেন। এসময় স্থানীয় কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।