শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

‘মুরগির ধান খাওয়ার মতো তুচ্ছ ঘটনায় মামলা হচ্ছে’

ছবি: সংগৃহীত

মানুষ এখন মুরগি ধান খাওয়ার মতো তুচ্ছ ঘটনায় মামলা করে। ছোট ঘটনাগুলো মীমাংসার মধ্যদিয়ে মামলার জট ও সময়ক্ষেপণ কমানো সম্ভব বলে মনে করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

বুধবার (২২ মে) দুপুরে লালমনিরহাটে ‘ন্যায় কুঞ্জ’ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। জেলায় জেলায় আদালতে আইনি সহায়তা পেতে আসা মানুষদের জন্য ‘ন্যায় কুঞ্জ’ তৈরি করা হচ্ছে।

মামলার জটের সমস্যা সমাধান করতে সরকার কাজ করছে বলে সকলকে আশ্বস্ত করেন প্রধান বিচারপতি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্টের বিচারপতি ইকবাল কবীর, আপিল বিভাগের বিচারপতি সাইফুল ইসলাম, জেলা ও দায়রা জজ মিজানুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ, পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মতিয়ার রহমানের, জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিমসহ অনেকে।

জনপ্রিয়

ভাড়া গাড়ীতে প্রেসের স্টিকার, ১৫ হাজার টাকা জরিমানা

‘মুরগির ধান খাওয়ার মতো তুচ্ছ ঘটনায় মামলা হচ্ছে’

প্রকাশের সময় : ০৫:৩৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪

মানুষ এখন মুরগি ধান খাওয়ার মতো তুচ্ছ ঘটনায় মামলা করে। ছোট ঘটনাগুলো মীমাংসার মধ্যদিয়ে মামলার জট ও সময়ক্ষেপণ কমানো সম্ভব বলে মনে করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

বুধবার (২২ মে) দুপুরে লালমনিরহাটে ‘ন্যায় কুঞ্জ’ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। জেলায় জেলায় আদালতে আইনি সহায়তা পেতে আসা মানুষদের জন্য ‘ন্যায় কুঞ্জ’ তৈরি করা হচ্ছে।

মামলার জটের সমস্যা সমাধান করতে সরকার কাজ করছে বলে সকলকে আশ্বস্ত করেন প্রধান বিচারপতি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্টের বিচারপতি ইকবাল কবীর, আপিল বিভাগের বিচারপতি সাইফুল ইসলাম, জেলা ও দায়রা জজ মিজানুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ, পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মতিয়ার রহমানের, জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিমসহ অনেকে।