
মাদারীপুরের ডাসারে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাজিবাকাই ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ওই দুই বোন হল- মাশফিয়া আক্তার(৮) ও আফিয়া আক্তার (৭)। তারা সম্পর্কে আপন চাচাতো বোন। মাশফিয়া আক্তার এর বাবার নাম গোলাম আজম ও আফিয়া আক্তার এর বাবার নাম গোলাম ফারুক। এরা উভয়ই কাজিবাকাই ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া গ্রামের বাসিন্দা। তারা দুইজন স্থানীয় নুরানী মাদরাসার ছাত্রী।
স্বজনরা জানান, বাড়ির পাশে তারা দুইজন খেলা করছিল। এ পর্যায়ে তাদের দুইজনকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন সবাই। বাড়ির আশপাশে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরে স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি করে দুই বোনকে উদ্ধার করে কালকিনি সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্মরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
ডাসার থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho