প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৬, ৭:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৭, ২০২৪, ৭:৫৯ পি.এম
ভাইস চেয়ারম্যান প্রার্থীর পক্ষে এমপির ভোট চাওয়ার ভিডিও ভাইরাল

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী মারুফ হোসেন সুনামের চশমা প্রতীকে সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য চয়ন ইসলামের ভোট চাওয়ার গোপন ভিডিও শনিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে ব্যাপক ভাইরাল হয়েছে। ফলে এনিয়ে শাহজাদপুর উপজেলার সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে। এর আগে গত ২৩ এপ্রিল অপর ভাইস চেয়ারম্যান প্রার্থী(প্রতীক টিউবয়েল) মাহবুবে সোবহান শেখ সজল মিন্টু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ করে এমপি চয়ন ইসলামের ভোট চাওয়ার বিষয়ে লিখিত অভিযোগ করেন। এছাড়া গত ২৫ এপ্রিল শুক্রবার শাহজাদপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়ও ভাইস চেয়ারম্যান প্রার্থী(প্রতীক টিউবয়েল) মাহবুবে সোবহান শেখ সজল মিন্টু এমপির বিরুদ্ধে একই অভিযোগ করে প্রশাসনের কাছে এর প্রতিকার দাবী করেন। এর ২৪ ঘন্টা পার না হতেই এই ভিডিও ছড়িয়ে পড়ায় ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, এমপি চয়ন ইসলাম শুক্রবার রাতে তার চরনবীপুরের বাড়িতে উপস্থিত নেতাকর্মী ও প্রধানবর্গের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন এবং চশমা প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি সবাইকে চশমা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করার জন্য অনুরোধ করছেন। তিনি কেনো চশমা প্রতীকে ভোট চাইছেন তার ব্যাখ্যাও তিনি ওই বক্তব্যে দিয়েছেন।
এ বিষয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহবুবে সোবহান শেখ সজল মিন্টু বলেন, এমপি চয়ন ইসলাম সরাসরি একজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর পক্ষ নিয়ে সবার কাছে ভোট চাইছেন এবং প্রভাব বিস্তার করছেন। আমি জেলা রির্টানিং কর্মকর্তা বরাবর একাধিকবার এ বিষয়ে অভিযোগ দেওয়ার পরেও এর কোনো প্রতিকার পাচ্ছি না। ফলে আমি নির্বাচন কমিশন বরাবর অভিযোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।'
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বলেন, বিষয়টি আমাদের নজরে আসার সাথে সাথে শনিবার বিকেলে বিষয়টি জেলা রির্টানিং কর্মকর্তাকে অবহিত করেছি। এ বিষয়ে পাবর্তী করণীয় ব্যবস্থা তিনি নিবেন।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা রির্টানিং অফিসার লিটুস লরেন্স চিরান বলেন, এ বিষয়টি আমার নজরে আসার সাথে সাথে এমপি মহোদয়কে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে মৌখিক ভাবে সতর্ক করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য চয়ন ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho