
আইপিএল ট্রফি হাতে চ্যাম্পিয়ন উৎসব উদযাপন করেছে শাহরুখ কন্যা সুহানা। হায়দরাবাদকে হারিয়ে তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। অসুস্থ শরীর নিয়ে খেলা দেখতে গিয়েছিলেন শাহরুখ। সারাক্ষণ বাবার পাশে ছিলেন সুহানা। জয়ের পর জড়িয়ে ধরেছিলেন বাবাকে। সুহানা বিজয় উদযাপন করছেন নিজের দুই প্রিয় বান্ধবী অনন্যা পাণ্ডে ও শানায়া কাপুরের সঙ্গে। তিনজন মিলে চ্যাম্পিয়ন কেকেআরের ট্রফি নিয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন।
সদ্য শেষ হওয়া আইপিএলে একাধিকবার স্টেডিয়ামে দেখা গেছে সুহানাকে। নাইটদের জন্য গলা ফাটিয়েছেন স্টেডিয়ামে। দেখা গিয়েছে অনন্যা ও শানায়াকেও। অন্যদিকে সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া। তারও বলিউডে অভিষেক শুধু সময়ের অপেক্ষা। ছোটবেলা থেকেই এই দু’জনের সঙ্গে সখ্যতা সুহানার। তাই হয়ত পার্টি করছেন তিনজন।
ছবিটি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন সানায়া। যাতে কালো গাউনে তাকে দেখা যাচ্ছে ট্রফির একদিক ধরে থাকতে। অন্যদিকে রয়েছেন সুহানা ও অনন্যা। চাঙ্কিকন্যার পরনে কমলা গাউন। আর সুহানা নীল রঙের পোশাকে সেজে পোজ দিয়েছেন ক্যামেরার সামনে। উচ্ছ্বাসে উজ্জ্বল তিনকন্যার মুখ। ছবির ক্যাপশনে শানায়া লিখেছেন, ‘আমরা জিতেছি।’
নেটফ্লিক্সের ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে সুহানার বলিউড সফর শুরু হয়েছে। জোয়া আখতার পরিচালিত এই ছবিতে আবার অমিতাভের নাতি অগস্ত্য নন্দা ও শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরও অভিনয় করেছেন। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে মিহির আহুজা, বেদং রায়না, যুবরাজ মেন্দাকে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho