প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩, ২০২৬, ৯:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৯, ২০২৪, ৬:১২ পি.এম
শ্রীমঙ্গলে ৪ সহকারী প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বে থাকা ৪ জন সহকারী প্রিসাইডিং অফিসারকে দায়িত্বে অবহেলার অভিযোগে অব্যাহতি দিয়েছেন সহকারী রির্টানিং অফিসার ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব।
বুধবার (২৯ মে) বেলা ১১টার দিকে উপজেলার শ্রীমঙ্গল ৩ নং সদর ইউনিয়ন ভোটকেন্দ্র ও হাউজিং স্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—শ্রীমঙ্গল সদর ইউনিয়ন ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার মীরা শীল, অঞ্জন দেব ও সিরাজুন নেহার চৌধুরী, হাউজিং স্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিসাইডিং অফিসার প্রশান্ত কুমার দেব।
সদর ইউনিয়ন ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার আমিরুল ইসলাম ও হাউজিং স্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার দিপক চন্দ্র মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা বলেন, নির্বাচন কমিশন থেকে নির্দেশনা ছিলো ভোটার আসার আগে ব্যালটে রেজিস্টার্ড সিল না মারার জন্য। কিন্তু তারা আগেই সিল মেরে রেখেছিলেন। পরে ম্যাজিস্ট্রেট তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেন। এদের মধ্যে সদর ইউনিয়নের একজন এখনও দায়িত্বে রয়েছেন। অন্য সহকারী প্রিসাইডিং এলে তাকেও সরানো হবে।
সহকারী রিটার্নিং অফিসার ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব প্রতিবেদককে বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা কঠোর অবস্থানে আছি। বিচ্ছিন্ন দুই-একটি অভিযোগ এসেছে, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। নির্বাচনের জন্য চার প্লাটুন বিজিবি, পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, আনসার মোতায়েন করা হয়েছে। শুধু মাত্র সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে স্থানীয় নির্বাচনের প্রত্যেয় নিয়ে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho