
নাটোরে একটি হত্যা মামলার পলাতক আসামি হায়দার আলীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২।
রোববার দুপুরে র্যাবের গাংনী ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে, শনিবার দিবাগত রাত পৌনে ৮টার দিকে হায়দারকে মেহেরপুরের গাংনী পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের জনৈক ইছাহাকের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হায়দার নাটোরের গুরুদাসপুর থানার কুমারখালী গ্রামের আশরাফ আলীর ছেলে।
কমান্ডার মনিরুজ্জামান জানান, গুরুদাসপুর এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি হায়দার আলী। মামলার পর থেকে তিনি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের গাংনী পৌর এলাকার ৬নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho