
আগামী ৫ জুন বুধবার যশোর সদর উপজেলার নির্বাচন। আসছে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে যশোর সদর উপজেলায় ,উপজেলা চেয়ারম্যান তিন জন প্রার্থী আজ সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরে পর্যায়ক্রমে সংবাদ সম্মেলন করেছেন। তিন প্রার্থী সম্মেলনে তাদের ইশতেহার ঘোষণা করেছেন। তবে অপর প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ এনেছেন। একইসাথে প্রতিপক্ষ এক নারী প্রার্থীর বিরুদ্ধে কালো টাকা ও চিহ্নিত সন্ত্রাসীদের মাঠে নামানোর অভিযোগ করেছেন।
সোমবার দুপুরে পর্যায়ক্রমে প্রেসক্লাব যশোরে তিন উপজেলা চেয়ারম্যান প্রার্থী সংবাদ সম্মেলনের আয়োজন করেন।প্রথমে বেলা সাড়ে ১২টায় নির্বাচনী ইশতেহার ঘোষণা করে সংবাদ সম্মেলন করেন চেয়ারম্যান প্রার্থী আ ন ম আরিফুল ইসলাম হীরা। তিনি উপজেলাবাসীর সেবায় ও এলাকার উন্নয়নে ২৫টি অঙ্গীকার ব্যক্ত করেন।
দুপুর ১টার দিকে ইশতেহার ঘোষণা করে সংবাদ সম্মেলন করেন চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুল। তিনি উপজেলায় শিশু পার্ক নির্মাণ, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি-স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক কল্যাণ,ব্যবসায়িক কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এদিকে দুপুর দুইটাই সংবাদ সম্মেলন করেন চেয়ারম্যান প্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ করেছেন। একইসাথে প্রতিপক্ষ নারী প্রার্থী ফাতেমা আনোয়ারের বিরুদ্ধে কালো টাকা ও চিহ্নিত সন্ত্রাসীদের মাঠে নামানোর অভিযোগ করেছেন। তিনি প্রভাবমুক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী বলেন, যশোর সদরের ফতেপুর উপশহরের কিছু অংশ , বসুন্দিয়া ইউনিয়ন,ও মোল্লাপাড়া বকচর এলাকায় আওয়ামী লীগ কর্মী ও ভোটারদের ভোটকেন্দ্র যেতে ভয়-ভীতি দেখানো হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho