প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৫, ১০:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৪, ২০২৪, ৯:০৬ এ.এম
সিরাজদিখানে প্রতিপক্ষের হামলায় যুবক খুন

মুন্সিগঞ্জের সিরাজদীখানে আধিপত্য বিস্তার ও ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চাপাতির কোপে মো.হাশেম (৩৫) নামের এক যুবক খুন হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাশেম বাসাইল ইউনিয়নের উত্তর পাথরঘাটা গ্রামের সুলতান মিয়ার পুত্র ও বাসাইল ইউপি চেয়ারম্যান মো.সাইফুল ইসলাম যুবরাজের ব্যক্তিগত গাড়ী চালক।
পুলিশ ও স্থানীয়রা জানান, লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের মনু বেপারীর ছেলে এবং উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাবেদ ওমরের সাথে একই গ্রামের আব্দুর রহমানের পুত্র ও বাসাইল ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলামের জামাতা মো.জহিরুলের সাথে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। গেলো ৩১ মে রামকৃষ্ণদী বাজার সংলগ্ন মিয়ার হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারামারী হয়। সোমবার সকাল ১০ টার দিকে স্থানীয়রা দুপক্ষের মধ্যে বিচার শালিশ করে মিমাংশা করে দেন। কিন্তু বিকেল সাড়ে ৩ টার দিকে জাবেদ ওমরের লোকজন জহিুরুলের লোজনের ওপর হামলা করে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা এই প্রতিনিধিকে জানিয়েছেন জহিরুলের সমর্থকরা মো.হাশেমকে চাপাতি দিয়ে কোপালে ঘটনাস্থলেই সে মারা যায়।
বাসাইল ইউপির চেয়ারম্যান মো.সাইফুল ইসলাম যুবরাজ বলেন,শুধু ক্রিকেট খেলা নিয়ে নয়,জাবেদ ওমর গেলো ২৯ মে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে বিপুল ভোটে ফেল করেছে ,আমার মেয়ের জামাই জহিরুল তাকে সমর্থন না করায় আমাদের লোকজনের ওপর হামলা করে জাবেদ ওমরের লোকজন। জাবেদ ও ওমরের সমর্থকরা কাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন ।
উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও তালা প্রতীকের প্রার্থী জাবেদ ওমর বলেন, মোটরসাইকেল প্রতীকের সমর্থক ও সাইফুল চেয়ারম্যানের মেয়ের জামাই জহিরুল এবং কাপ পিরিচ সমর্থক জহিরুল ইসলাম জহির তাদের দুজনের মধ্যে নির্বাচনের দিন বিভেদ সৃষ্টি হয় এবং গত ৩১ তারিখ শুক্রবার আমার ভাগিনা ও সাইফুল চেয়ারম্যানের নাতি জহিরুলের ছেলের মধ্যে একটি ঝগড়া হয় হয়। পরবর্তীতে সেটা সাইফুল চেয়ারম্যান দায়িত্ব নিয়ে বসে এটার সমাধান করে দেয়। আমাদের ভিতরে আর কোন ঝামেলা নাই।
সহকারি পুলিশ সুপার (সিরাজদীখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত বলেন,মারামারীর ঘটনার খবর পেয়ে আমরা পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে দেখতে পাই দুই পক্ষ বিবাদমান অবস্থায় আছে, তবে দূরে আছে,তারা কোন সংঘর্ষে ছিলো না,আমাদের উপস্থিতি দেখে তারা চলে যায় এবং কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি ।ঘটনার ২ ঘন্টা পরে আমরা জানতে পারি একজন নিহত হয়েছে,তাই আমরা বিষয়টি তদন্ত করছি । কিভাবে মারা গেলো কার আঘাতে মারা গেলো, আমরা এই বিষয়টি তদন্ত করে আইনি পদক্ষেপ নেব। তিনি আরো বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে, ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মরগে পাঠানো হয়েছে। মামলা প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho