
ভুলে যাওয়ার মতো টি-টোয়েন্টি ওয়ার্ল্ডকাপ অভিষেক হলো উগান্ডার। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হারলো ১২৫ রানে।
আজ গায়ানায় আগে ব্যাটিংয়ে নেমে রহমানুল্লাহ গুরবাজ ও ইবরাহিম জাদরানের ফিফটিতে ভর করে ৫ উইকেটে ১৮৩ রান তোলে আফগানিস্তান। বড় টার্গেট দিয়ে উগান্ডাকে মাত্র ৫৮ রানে গুটিয়ে দেয় রশিদ খানের দল। ১৬ ওভারেই অলআউট হয় উগান্ডা।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু পায় আফগানিস্তান। ওপেনিং জুটিতে ১৫৪ রান এনে দেন দুই ওপেনার গুরবাজ ও জাদরান। ১৪.৩ ওভারে জাদরান ৪৬ বলে ৯ চার ও ১ ছক্কায় ৭০ রানে আউট হলে ভাঙে এই জুটি। পরের ওভারেই ফেরেন গুরবাজ। সাজঘরে যাওয়ার আগে ৪৫ বলে ৪টি করে চার-ছক্কায় দলীয় সর্বোচ্চ ৭৬ রান তোলেন। ওপেনিং জুটিতে দেড়শ’ তোলা আফগানিস্তান মাত্র ২৭ রানে হারায় পাঁচ উইকেট। দুই ওপেনারের পর নাজিবুল্লাহ জাদরান ২, গুলবাদিন নায়েব ৪ ও আজমতউল্লাহ ওমরজাই ৫ রান করেন। শেষে মোহাম্মদ নবী ১৪ এবং অধিনায়ক রশিদ খান ২ রানে অপরাজিত থাকেন।
আফগানিস্তানের ইনিংসে দুটি করে উইকেট নেন উগান্ডার কসমাস কিউতা এবং অধিনায়ক ব্রায়ান মাসাবা।
পাহাড়সম রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে ধসের মুখে পড়ে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া উগান্ডা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটির ইনিংসে সর্বোচ্চ ১৪ রান করেন রবিনসন ওবুয়া। তাও আবার ২৫ বলে ১৪ রানের ইনিংস। এছাড়া ৩৪ বলে ১১ রান করেন টু-ডাউন ব্যাটার রিয়াজাত আলী শাহ। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোঠা। ডাক রয়েছে চারটি। এর মধ্যে একজন উগান্ডা অধিনায়ক ব্রায়ান মাসাবা।
উগান্ডাকে একাই গুঁড়িয়ে দেন আফগান পেসার ফজলহক ফারুকি। ৪ ওভারে মাত্র ৯ রানের খরচায় ফাইফার নিয়ে ম্যাচসেরা হন তিনি। এছাড়া দুটি করে উইকেট নেন নাভিন-উল-হক এবং অধিনায়ক রশিদ খান। একটি উইকেট পান মুজিব উর রহমান।
বিশ্বকাপে দুর্দান্ত সূচনায় ২ পয়েন্ট অর্জন করে ‘সি’ গ্রুপের শীর্ষে আফগানিস্তান। নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজও। সমান পয়েন্ট হলেও রানরেটে এগিয়ে আফগানরা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho