প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৫, ৫:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৫, ২০২৪, ৯:০১ পি.এম
শ্রীমঙ্গলে কৃষি মন্ত্রীর বন্যায় প্লাবিত এলাকার মানুষের মাঝে খাদ্য বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে যায়। এসব এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ ও ক্ষুদ্র ঋনের চেক বিতরন করেছেন বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. মো. আব্দুস শহীদ এমপি।
বুধবার (৫ জুন) শ্রীমঙ্গল উপজেলার ৩ নং সদর ইউনিয়নের সবুজবাগ এলাকায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্থদের শুকনো খাবার বিতরণ করেন কৃষিমন্ত্রী আব্দুস শহীদ এমপি।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান রাজু দেব রিটন, ইউপি সদস্য মহসিন আহমদ, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নুরুল আমীন, কৃষক লীগের আহ্বায়ক আবু তালেব বাদশা, মৎস্য জীবী লীগের সভাপতি আশিকুর রহমান, যুবলীগের, প্রচার সম্পাদক শেরজান আলী সেজু প্রমুখ।
এছাড়াও মন্ত্রী অন্য একটি অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় ২৫ জনের মধ্যে ক্ষুদ্র ঋনের চেক বিতরন করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব, সমাজ সেবা কর্মকর্তা মো. সোয়েব হোসেন চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগৎজ্যেতি ধর শুভ্র, কালঘিাট ইউনিয়নের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho