ভারতীয় অবৈধ চিনির সবচেয়ে বড় চালান জব্দ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।বৃহস্পতিবার (৬ জুন) ভোরে বন্যার মাঝেও সীমান্ত পাড়ি দেওয়া বড় এই চালান ১৪টি ট্রাকে সিলেটে নিয়ে আসার পথে জালালাবাদ থানার উমাইয়াগাও থেকে এসব চিনি জব্দ করা হয়।
অভিযানকালে একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি ও চালকরা পালিয়ে যায়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪টি ট্রাক ভর্তি ভারতীয় চিনি জব্দ করা হয়। এসময় একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল আটক করা হয়। ১৪টি ট্রাকে দেড় হাজারের মতো চিনির বস্তা রয়েছে বলে ধারণা পুলিশের। যার আনুমানিক মূল্য ২ কোটি টাকার বেশি। এত বড় চালান এর আগে সিলেটের ধরা পড়েনি।
তিনি বলেন, ভারত থেকে চোরাই পথে আসা এ সকল চিনির চালান মূল সড়ক দিয়ে না এসে উমাইরগাও এলাকায় ইটসলিং সড়ক দিয়ে পাচার হচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি, তাদের সহযোগী ও চালকরা প্রাইভেট কার, মোটর সাইকেল ও ট্রাক ফেলে পালিয়ে যায়। চোরাকারবারিদের ধরতে অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho