
সুন্দরবনের করমজলে কুমিরের আক্রমণে মোশাররফ গাজী (৫৫) নামের এক মৌয়াল মারা গেছেন। শনিবার (৮ জুন) দুপুরে গজালমারী খালে এ ঘটনা ঘটে।
এ সময় কুমিরের আক্রমণ থেকে আরও ৩ জেলে প্রাণে বাঁচেন। তারা হলেন- সেকান্দার মল্লিক (২৫), জাকারিয়া শেখ (৪৫) ও গৌরপদ মণ্ডল (৪৪)।
মৃত মৌয়ালসহ সবার বাড়ি খুলনার দাকোপ উপজেলার পূর্ব ঢাংমারী গ্রামে।
করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, নিষিদ্ধ সময়ে মধু আহরণ করতে ৪ মৌয়াল বনে ঢুকেছিলেন। শনিবার দুপুরে ফিরে আসার সময় কুমিরের আক্রমণের মুখে পড়েন। ১টার দিকে মোশাররফ গাজীকে একটি কুমির করমজলের গজালমারী খালে টেনে নিয়ে যায়।
তিনি আরও জানান, ঘটনার সময় বাকি ৩ মৌয়াল নদী সাঁতরে পালিয়ে প্রাণে বেঁচে যান। ৩ ঘণ্টা পর করমজলের ভারানী এলাকা থেকে নিহত মৌয়ালের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহাল শেষে দাকোপ থানা পুলিশ তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho