প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ১:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৯, ২০২৪, ৫:১৯ পি.এম
রাণীশংকৈলে এসি ল্যান্ডের বিরুদ্ধে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গতকাল শনিবার সাপ্তাহিক কাতিহার পশুর হাট থেকে ক্ষমতার অপব্যবহার করে অতিরিক্ত টোল আদায় অপরাধে মোস্তাফিজুর রহমান (৩৫) নামে এক দিনমজুর কে জেল দেওয়ার প্রতিবাদে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণিকা আক্তারের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
৯ জুন (রোববার) সকালে এলাকাবাসীর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাণীশংকৈল এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে বক্তারা বলেন, হাট বাজারের দায়িত্ব হাট ইজারাদারের উপর অর্পিত করেছেন আপনারা। হাটের যদি কোন অনিয়ম হয়ে থাকে তাহলে সেটার দায়ভার হাট ইজারাদারের কোন সাধারণ শ্রমিকের নয়। কারণ তারা তিন শ' চার শ' টাকার বিনিময়ে হাটের মজুরি দেয়। অপরাধ যদি করে থাকেন ইজারাদার করেছেন কোন দিনমজুর শ্রমিক নয়। সাজা হলে হাট ইজারাদারের হবে।
বক্তারা আরো বলেন, শুধু কাতিহার বাজার নয় ঠাকুরগাঁও জেলার এমন কোন পশুর হাট নেই যে ৫ শ' টাকার কম টোল নেই। অতিরিক্ত টোল আদায় করলে হাটের ইজারাদার করেছেন সাজা হলে ইজারাদারের হবে কোন শ্রমিকের নয়। এটা ক্ষমতার অপব্যবহার ছাড়া আর কিছুই নয় বলে মনে করেন বক্তারা। এতে সাধারণ মানুষের আইনের প্রতি শ্রদ্ধা দিন দিন হারিয়ে যাবে বলে মনে করেন তারা।
এসময় উপজেলার ৫ নং বাচোর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য উমের আলী,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রসেনজিৎ দাস মলয়, স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজুয়ানুল হক রঞ্জু, সাদ্দাম,বিশ্বসহ কাতিহার বাজার এলাকার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho