
বিশ্বকাপে দুই দলের শুরুটা হয়েছে দুই রকম। আয়ারল্যান্ডকে উড়িয়ে বিধ্বংসী সূচনা পেয়েছে ভারত। যুক্তরাষ্ট্রের বিপক্ষে অভাবনীয় হার দেখেছে পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর অবস্থার বিচারে দর্শকরা অনুমান করছিলেন পাকিস্তানের বিপক্ষে একক আধিপত্য দেখাবে ভারত। তবে খেলার মাঠে দেখা গেলো ভিন্ন চিত্র। পাকিস্তানের বোলিং তোপে হুমড়ি খেয়ে পড়লো ভারতের ইনিংস। ভারতীয়রা অলআউট হলো মাত্র ১১৯ রানে।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ১২ রানেই প্রথম উইকেট হারায় ভারত। নাসিম শাহর করা ১.৩ ওভারে ক্যাচ তুলেন ৪ রান করা বিরাট কোহলি। দলীয় সংগ্রহে ৭ রান যোগ করতে উইকেট হারান রোহিত শর্মাও। ১২ বলে ১টি করে চার-ছক্কায় ১৩ রান করেন ভারতীয় অধিনায়ক। বিপদ সামাল দেওয়ার চেষ্টায় ৩৯ রানের জুটি গড়েন অক্ষর প্যাটেল ও ঋষভ পন্ত। দলীয় ৫৮ রানে অক্ষর প্যাটেল আউট হলে ভাঙে ভারতের ইনিংসের সবচেয়ে বড় জুটিটি। ফেরার আগে ১৮ বলে ২ চার ও ১ ছক্কায় ২০ রান করেন অক্ষর। দলীয় সংগ্রহে আরও ৩১ রান যোগ করতে চতুর্থ উইকেটটি হারায় ভারত। হারিস রউফের শিকার হয়ে মাত্র ৭ রানে সাজঘরে ফেরেন সূর্যকুমার যাদব। শিবম দুবে ফেরেন ৩ রানে। ওয়ানডাউনে নামা ঋষভ একাধিক লাইফ পেয়ে আউট হন ব্যক্তিগত ৪২ রানে। এছাড়া বাকিদের কেউ ছুঁতে পারেনি দুই অঙ্কের কোঠা।
ভারতের ইনিংসে ৩ ওভারে ২১ রানের খরচায় ৩ উইকেট নেন হারিস রউফ। ৪ ওভারে সমান রান দিয়ে ৩ উইকেট পান নাসিম শাহও। দুটি উইকেট নেন মোহাম্মদ আমির। একটি উইকেট শিকার শাহিন শাহ আফ্রিদির।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho