প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৫, ২:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২৪, ৩:২৮ পি.এম
কেরানীগঞ্জে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ২

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার পানগাও এলাকা থেকে আনুমানিক ৫০ লক্ষ টাকা মূল্যের ১ হাজার ৪শত ৭০ বোতল ফেনসিডিল, বিদেশি মদ সহ সফিজুল ও মাসুদ নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব ১০। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কার ও মোটরসাইকেল আটক করা হয় ।গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকস দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী শফিজুল ও মাসুদকে মাদকদ্রব্য সহ আটক করে ।
এ বিষয়ে আজ ( ১১ জুন) দুপুরে কেরানীগঞ্জ র্যাব ১০ হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় । সংবাদ সম্মেলনে আটক ব্যক্তিদের বিষয়ে ব্রিফিং করেন র্যাবের অ্যাডিশনাল ডিআইজি ও অধিনায়ক (পরিচালক) মোহাম্মদ ফরিদ উদ্দিন ।
তিনি সাংবাদিকদের গ্রেফতারের বিষয়ে লিখিত বক্তব্য প্রদান করেন ।
তিনি বলেন ঈদকে সামনে রেখে এই কুখ্যাত মাদক ব্যবসায়ীরা কেরানীগঞ্জের পানগাঁও এলাকায় মাদকদ্রব্য মজুদ করেছিল। তারা এই এলাকা থেকে বিভিন্ন এলাকায় ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল বলে র্যাবের কাছে খবর ছিল । গোপন সংবাদের ভিত্তিতে ভিত্তিতে গতকাল দক্ষিণ কেরানীগঞ্জ থানার পানগাও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে । এছাড়া মাদক ব্যবসায়ী সফিজুল ও মাসুদের সাথে জড়িত অন্যদেরও গ্রেফতারের অভিযান চলবে । অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন আরো বলেন, গ্রেপ্তারকৃত ফেক সফিজুল ইসলাম ওরফে শফিকুল ও মোঃ মাসুদ রানা ওরফে মাসুদ প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানিয়েছেন যে , তারা উভয় মিলেই দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে চোরা চালানোর মাধ্যমে ফেনসিডিল ও বিদেশী মদ এনে বিভিন্ন এলাকায় বিক্রি করতো । এ কাজে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন যানবাহন ব্যবহার করে আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেছে । গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গতিবিধি নজরে ছিল র্যাব দশের । এবার ঈদকে সামনে রেখে বেশি দামে বিক্রির জন্য সফিজুল ও মাসুদ বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুদ করে দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও এলাকার একটি বাড়িতে । গ্রেপ্তারের সময় এলাকাবাসী জানিয়েছেন, মাদক ব্যবসায়ী শফিজুল ও মাসুদ মাদক কারবার করে এলাকায় আলিশান বাড়ি নির্মাণ করেছেন । তাদের অর্থের উৎস কি তাও খতিয়ে দেখবে র্যাব দশের সদস্যরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরো বলা হয় যে, গ্রেফতারকৃত শফিজুলের বিরুদ্ধে যশোর জেলার কেশবপুর থানায় ও সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় দুইটি মাদক মামলা রয়েছে । এছাড়া মোহাম্মদ মাসুদ রানা ওরফে মাসুদের বিরুদ্ধে রাজধানী ঢাকার ওয়ারী থানায় একটি মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho