
চলমান টি-টোয়েন্টি বিশ্ব আসরে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের কাছে হেরে সুপার এইটের লড়াই থেকে আগেই অনেকটাই ছিটকে গিয়েছিলো শ্রীলঙ্কা। তবে কাগজে-কলমে যতটুকু আশা ছিলো বৃষ্টির কারণে নেপাল ম্যাচ পরিত্যক্ত হলে সেই আশাটুকুও শেষ হয় লঙ্কানদের। শ্রীলঙ্কার কপাল পুড়লেও দক্ষিণ আফ্রিকার জন্য এই ফলাফল বেশ আনন্দের। এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সুপার এইট নিশ্চিত হয়ে গিয়েছে প্রোটিয়াদের। প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপের সেরা আটে উঠেছে তারা।
আজ বুধবার (১২ জুন) নিজেদের তৃতীয় ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামার কথা ছিলো লঙ্কানদের। তবে টানা বৃষ্টির কারণে খেলা হওয়া তো দূরের কথা, টসও গড়ায়নি মাঠে।
ম্যাচ বাতিল করার জন্য অবশ্য আরেকটু অপেক্ষা করতে পারতেন দায়িত্বরত আম্পায়াররা। তবে লডারহিলের মাঠে ড্রেনেজ সিস্টেম তেমন ভালো না হওয়ায় বেশিক্ষণ আর অপেক্ষা করেননি তারা।
নেপাল-শ্রীলঙ্কা ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ‘ডি’ গ্রুপে গুরুত্ব বাড়লো বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের। এই ম্যাচে যারা জিতবে তারাই সুপার এইটের লড়াইয়ে এগিয়ে থাকবে। দুইদলই দুইটি করে ম্যাচ খেলে একটিতে জিতেছে। পয়েন্টে দুইদল সমান হলেও নেট রান রেটে খানিকটা এগিয়ে টাইগাররা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho