প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ৫:১১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১২, ২০২৪, ৩:০৫ পি.এম
ঝিকরগাছায় গন ধ *র্ষ *ণ মামলার ২ আসামি গ্রেপ্তার

যশোরের ঝিকরগাছায় জেলা গোয়েন্দা শাখা ও ঝিকরগাছা থানা পুলিশের যৌথ অভিযানে গন ধর্ষণ মামলার ২ আসামি গ্রেপ্তার হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের মল্লিকপুর (গুচ্ছগ্রাম) এর লুতা মিয়ার ছেলে ঝন্টু মিয়া (৩৮) এবং আনছার আলীর ছেলে শাকিল (২৪)। ধর্ষিতার মা সুফিয়া বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আরও দুইজনকে আসামি করে ঝিকরগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৯(৩) ধারায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ১৩, তারিখ ১০/০৬/২৪।
মামলার সুত্রে জানা যায়, বাদীর মেয়ে (২৮) হাবাগোবা ও সরল প্রকৃতির। সে যশোর গোলপাতা হোটেলে বুয়ার কাজ করে। গত ৬ জুন রাত ৭.৪৫ ঘটিকার সময় বাদীর মেয়ে তার স্বামীকে নিয়ে বাড়ি আসে। অভিভাবকদের না জানিয়ে বিয়ে করায় বাদী এবং তার ছেলে মেয়ে ও জামাইকে বকাঝকা করলে জামাই সেখান থেকে চলে যায়। এরপর মেয়ে তার জামাই কে খুজতে বাদীর বাড়ির সামনে যশোর বেনাপোল মহাসড়কের উপরে গিয়ে কান্নাকাটি করতে থাকে। এসময় মামলার ১ ও ২ নং আসামি তাকে স্বামীর কাছে পৌঁছে দিবে বলে তাদের ব্যবহৃত মোটরসাইকেলে তুলে রাত অনুমান ৮.৪০ ঘটিকার সময় ঝিকরগাছা থানার নওয়াপাড়া গ্রামের মোঃ আবুল বাশার এর পেঁপে বাগানের উত্তর পাশে ডুমদিয়া হতে নারাঙ্গালী গামী কাঁচা রাস্তার উপর নিয়ে যায় । সেখানে এক ও দুই নম্বর আসামি মোবাইল ফোনে অজ্ঞাতনামা আরো দুইজনকে ডেকে নিয়ে উক্ত রাস্তার ওপর মেয়েটিকে ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে ধর্ষণ করে এবং ৭/৬/২৪ ইং তারিখ ভোর বেলা অজ্ঞাতনামা গাড়িতে করে যশোরে নামিয়ে দিয়ে আসে। সেই সাথে উক্ত ঘটনা কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। এমতাবস্থায় মেয়েটি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ায় ৯/৬/২৪ তারিখে তাকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে ১০/৬/২৪ ইং তারিখে হাসপাতাল কর্তৃপক্ষের ছাড়পত্র নিয়ে থানায় এসে মামলা দায়ের করেন।
এই বিষয়ে জানতে চাইলে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া বলেন, ভিকটিমের মায়ের দেয়া এজাহারের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয় এবং পুলিশ অভিযান চালিয়ে মামলার ১ও২ নং আসামীকে গ্রেপ্তার করেছে। সমস্ত প্রক্রিয়া শেষে আসামিদের যশোর আদালতে সোর্পদ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho