প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১, ২০২৬, ৬:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১২, ২০২৪, ৮:৩৬ পি.এম
গজারিয়ায় ৪৬ দিন পর গ্যাস পাচ্ছে বৈধ গ্রাহকরা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় টানা তিন দিন অভিযান চালিয়ে ২৯ কিলোমিটার অবৈধ সঞ্চালন লাইন উচ্ছেদ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার দীর্ঘ ৪৬ দিন পর গ্যাস পাচ্ছে বৈধ গ্রাহকরা।
বুধবার (১২ জুন) সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চর চাষি গ্রামে অভিযান পরিচালিত হয়।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক। এর আগে ভবেরচর ও বাউশিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে অবৈধ গ্যাস সঞ্চালন লাইন বিচ্ছিন্ন করা হয়।সম্মিলিত ভাবে এই লাইন গুলোর দৈর্ঘ্য প্রায় ২৯ কিলোমিটার।
এসব অবৈধ লাইনের মাধ্যমে প্রায় ৭ হাজার অবৈধ সংযোগ চালু ছিলো বলে জানিয়েছে তিতাস। অভিযানে প্রায় ৬ হাজার ফুট বিভিন্ন ধরনের পাইপ ও কয়েক হাজার রাইজার উঠিয়ে নিয়ে যায় তিতাস। গ্যাস চুরি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ১২ স্পটে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
তিতাস গ্যাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম বলেন, শুধু জুন মাসে চারদিন আমরা গজারিয়া অভিযান পরিচালনা করেছি। টানা তিন দিন ধরে আমাদের অভিযান চলছে। অভিযানের ৩য় দিন বুধবার গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চর চাষি এলাকায় অভিযান চালাই আমরা। এ সময় পাঁচ কিলোমিটার অবৈধ গ্যাস সঞ্চালন লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। তিন দিনের অভিযানে মোট ২৯ কিলোমিটার অবৈধ সঞ্চালন লাইন বিচ্ছিন্ন করা হলো। আমাদের অভিযান চলমান থাকবে।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, তিতাসের মেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী প্রকৌশলী মনিরুজ্জামান, সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক (মিটার এন্ড ভিজিল্যান্স) আতিকুল ইসলাম প্রমুখ।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশীদ মোল্লাহ বলেছেন ' গত কয়েক মাস আগেও অভিযান চালিয়ে গজারিয়া উপজেলার সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছিলাম আমরা। তবে অভিযানের পরপর অবৈধ গ্যাস ব্যবহারকারীরা পুনরায় রাতের আঁধারে সংযোগ নিয়ে ফেলেছিলো। বাধ্য হয়ে গত ২৭ এপ্রিল থেকে গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রেখেছি আমরা। টানা অভিযানে আবারো সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আজ কালের মধ্যে বৈধ গ্রাহকরা গ্যাস পাবেন'।
প্রসঙ্গত, কোন রকম পূর্ব ঘোষণা ছাড়া গত ২৭ এপ্রিল থেকে গজারিয়া উপজেলার অধিকাংশ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে রেখেছে তিতাস। কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে এই উপজেলায় বৈধ গ্রাহকদের তুলনায় অবৈধ গ্রাহকদের সংখ্যা বেশি হওয়ায় বাধ্য হয়ে তারা গ্যাস সংযোগ বন্ধ রেখেছে। এর আগেও গত ফেব্রুয়ারিতে এই এলাকায় ২০দিন গ্যাস সরবারহ বন্ধ রেখেছিল তিতাস।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho