প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ১২:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২৪, ৭:৩২ পি.এম
ঝিকরগাছায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

যশোরের ঝিকরগাছায় আশরাফ ওয়েলফেয়ার সেন্টার কর্তৃক মল্লিকপুর বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ’’পিছিয়ে পড়া’’ শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) বিকালে স্কুল কক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মোঃ সালাউদ্দিন আহম্মেদ। মল্লিকপুর বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মদনপুর ডিগ্রী কলেজের অধ্যাপক ও বিশিষ্ট লেখক শফিয়ার রহমান, আশরাফ ওয়েলফেয়ার সেন্টারের নির্বাহী পরিচালক আশরাফ হোসেন স্বপন, ঝিকরগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক আতাউর রহমান জসি, সম্মিলনী মহিলা কলেজের অধ্যাপক মাওলানা কাজী ইদ্রিস আলী। এসময় বক্তব্য রাখেন সংরক্ষিত ইউপি সদস্য মনিরা বেগম, মল্লিকপুর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মারুফ বিল্লাহ, শিক্ষক জেসমিন সুলতানা, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ইয়ার হোসেন সোহান প্রমূখ। আলোচনাসভা শেষে বিদ্যালয়ের অর্ধ শতাধিক শিক্ষার্থীর পরিবারের জন্য সেমাই, চিনি, দুধ, লবন, বাদাম, মসলা সহ বিভিন্ন প্রকার ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, স্কুল দূরে হওয়ায় এবং যশোর-বেনাপোল মহাসড়ক ও খুলনা-বেনাপোল রেলওয়ে সড়ক পার হয়ে শিশুরা স্কুলে যেতে না পারায় ঝিকরগাছা সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামে নারী উদ্যোক্তা জেসমিন সুলতানা নিজ উদ্যোগে ২০১৮ সাল থেকে প্রাক-প্রাথমিক বিদ্যালয় খুলে কোমলমতি শিশুদের বিনা বেতনে পড়াচ্ছেন বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho