
আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলে সুপার এইট নিশ্চিত হবে অথবা বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হলেও সেরা আটে জায়গা করে নেবে স্বাগতিক যুক্তরাষ্ট্র, এমনটাই ছিল সমীকরণ। অবশেষে তাই হলো। বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়াতে পারেনি। ৩ ঘণ্টা অপেক্ষা করে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করলেন আম্পায়াররা। এর মধ্য দিয়ে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বাদ পড়ল গতবারের ফাইনালিস্ট পাকিস্তান।
বৃষ্টিতে ভেসে গেল পাকিস্তানের স্বপ্ন। সঙ্গে বাদ পড়তে হলো আয়ারল্যান্ডকেও। অপরদিকে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসে সবাইকে চমকে দিয়ে সুপার এইট নিশ্চিত করলো যুক্তরাষ্ট্র।
পাকিস্তানের সুপার এইটের আশা বেঁচে থাকতে হলে আজকের ম্যাচে অবশ্যই হারতে হতো যুক্তরাষ্ট্রকে। কারণ, ৩ ম্যাচে ২ জয়ে যুক্তরাষ্ট্রের পয়েন্ট আগেই ৪ হয়ে গেছে। অপরদিকে পাকিস্তানের বাকি এক ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হতো ৪। কিন্তু আজকের ম্যাচ বাতিল হয়ে যাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের পয়েন্ট হয়ে গেছে ৫।
অন্যদিকে জিতলে আশা বেঁচে থাকত আইরিশদেরও। কেননা আজকের ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হতো ২। এ ছাড়া আরও একটি ম্যাচ বাকি ছিল আইরিশদের। সেটি জিতলে পল স্টার্লিংয়ের দলেরও ৪ পয়েন্ট পাওয়ার সুযোগ ছিল। কিন্তু বৃষ্টিতে সব তছনছ হয়ে গেল।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho