
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় আলোচিত গৃহবধূ ধর্ষণের ঘটনায় মূলহোতা কসাই সোলেমানকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। রবিবার দুপুরে রাজিবপুর ডাকবাংলোতে প্রেসব্রিফিং করেন ময়মনসিংহ বিভাগের র্যাব অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলীমুজ্জামান এবং জামালপুর র্যাব-১৪ সিপিসি-১ এর মেজর (কোম্পানি কমান্ডার) আব্দুর রাজ্জাক।
সাম্প্রতিক রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নে আশামনিকে সংঘবদ্ধ ধর্ষণ করার পর লজ্জায় স্বামী-স্ত্রীর বিষপানে করে। এতে আশামনি মৃত্যুবরণ করলেও তার স্বামী বেঁচে যান। পরে মৃত আশামনিকে পাশবিক নির্যাতনকারী কষাই শুক্কর আলী, জয়নাল, আলম মিয়া এবং সোলেমান এর বিরুদ্ধে ২৯ মে বৃহস্পতিবার রাজিবপুর থানায় মামলা দায়ের হলে ৩১ মে শুক্রবার জয়নাল এবং আলমকে গ্রেপ্তার করে রাজিবপুর থানা পুলিশ। শুক্কুর ও সোলেমান আত্মগোপন করেন।
ঢাকার গাজীপুর থেকে শনিবার দুপুর আড়াইটার দিকে র্যাব-১, সিপিসি-১ এবং জামালপুর র্যাব-১৪, সিপিসি-১ এর যৌথ অভিযানে গাজীপুর বাসন থানার কড্ডা ইটহাটা এলাকা থেকে সোলেমানকে গ্রেপ্তার করে। পরে রাজিবপুর থানায় এনে প্রেসব্রিফিং শেষে রাজিবপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho