
ময়মনসিংহের-নান্দাইলে জমি সংক্রান্ত বিরোধীদের জেরে আমন ধানের বীজতলা তৈরি করতে গিয়ে চুরিকাঘাতে লাল মিয়া (২৬) নামের এক যুবক খুন হয়েছে। আরোও গুরুতর আহত হয়েছে ৩ জন।
১৯ জুন (বুধবার) সকাল ৭টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের মাটিকাটা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত যুবক সিরাজ উদ্দিনের ছেলে লাল মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায় লাল মিয়া ও তার বাবা সিরাজ উদ্দিন সকালে বাড়ির পাশে নিজস্ব জমিতে আমন ধানের বীচতলা তৈরির কাজ করছিল। এ সময় তারা বীজতলা তৈরি করতে যেয়ে জমির আইল বেশি কেটে ফেলেছে বলে অভিযোগ করে, সিরাজ উদ্দিনের আপন ভাই গিয়াস উদ্দিন ও তার ভাতিজা মিজান।
এ নিয়ে দু-পক্ষের মধ্যে প্রথমে কথার কাটাকাটি ও ধস্তা ধস্তির ঘটনার এক পর্যায়ে গিয়াস উদ্দিনের ছেলে মিজানের দাঁড়ালো অস্ত্রের আঘাতে লাল মিয়া ও তার বাবা সিরাজ উদ্দিনসহ ৩ জন গুরুত্ব আহত হন।
পরে স্থানীয়রা উদ্ধার করে পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাল মিয়াকে মৃত ঘোষণা করে। তার বাবা সিরাজ উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন
নান্দাইল মডেল থানার (ওসি) মোহাম্মদ আব্দুল মজিদ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের এর জন্য এক নারীকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে। এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় ঘঠনাস্হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho