প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ২:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২৪, ১:২১ পি.এম
বকশীগঞ্জে ৩ প্রতারক গ্রেপ্তার

জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে টাকা আকৃতির ১ বান্ডিল কাগজসহ প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি-২ )।
শুক্রবার ( ২১ জুন) বিকালে উপজেলার পরিষদের মূলগেটের সামনে পাকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বকশীগঞ্জ পৌর এলাকার মেষের চর গ্রামের জয়নাল হকের ছেলে ইব্রাহিম সরকার (৩০), শেরপুর জেলার নন্দীজোর এলাকার মৃত মোন্তাজ আলীর ছেলে গাজী মিয়া( ৬০), ও ছয়দড়িপাড়া গ্রামের সোহরাব আলীর ছেলে আ: রাজ্জাক ( ৪০)
ডিবি-২ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, আটকরা টাকার সদৃশ বস্তু দিয়ে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে উপজেলা পরিষদের মূল গেটের সামনে পাকা রাস্তা অভিযান চালিয়ে ইব্রাহিম সরকার নামে এক ব্যক্তিকে তার দেহ তল্লাশি করে টাকা আকৃতির ১ বান্ডিল কাগজসহ প্লাস্টিকের একটি ছোট পাইপ যাহার ভিতরে চাল সদৃশ একটি কালো কসটেপ পেচানো বস্তু উদ্ধারসহ এই প্রতারকে গ্রেপ্তার করে জিজ্ঞেসাবাদে জানাযায় সোনালি রংয়ের ১ টাকার কয়েন ও উদ্ধারকৃত আলামতের মাধ্যমে বিভিন্ন পার্টির সাথে যোগাযোগ করে এসব প্রতারণা করে থাকে। আটককৃত প্রতারকের তথ্যের ভিত্তিতে প্বার্শবতী শেরপুর জেলা থেকে এই প্রতারক চক্রের আরো দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বকশীগঞ্জ থানা নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামীদের আরো ব্যপক জিজ্ঞেসাবাদের জন্য ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho