
কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে পেরু ও চিলি। বাংলাদেশ সময় শনিবার (২২ জুন) সকালে টেক্সাসে এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে অনুষ্ঠিত 'এ' গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। উভয়ের সংগ্রহে জমা হয়েছে এক পয়েন্ট। 'এ' গ্রুপের প্রথম ম্যাচ থেকে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা রয়েছে শীর্ষে। সবার নিচে কানাডা। তারা প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হারে।
গোলশূন্য এ ম্যাচটি ছিল খুবই নিম্নমানের। তার মাঝে দলকে জয় এনে দেওয়ার দারুণ সুযোগ পেয়েছিলেন চিলির অ্যালেক্সিস সানচেজ। ১৫ মিনিটের সময় যে সুযোগটি তিনি পেয়েছিলেন প্রতিপক্ষের ছয়গজী সীমানার ভেতর ঢুকেও তিনি বারের ওপর দিয়ে বাইরে পাঠিয়ে দেন।
দ্বিতীয়ার্ধে পেরু গোল করার একাধিক সুযোগ পেয়েছে কিন্তু তারাও কাজে লাগাতে পারেনি। অবশ্য এ সময়ে চিলির গোলরক্ষক ক্লদিও ব্রাভো দারুণ সব সেভ করেছেন। ফলে পেরুর আর গোল পাওয়া হয়নি।
এ ম্যাচে মাঠে নামার মধ্যে দিয়ে ক্লদিও ব্রাভো একটা কীর্তি গড়েছেন। বার্সেলোনা ও ম্যানসিটির সাবেক এই গোলরক্ষক কোপা আমেরিকার সবচেয়ে বয়সী খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েছেন। আজ ম্যাচের দিনে তার বয়স ৪১ বছর ২ মাস ১৬ দিন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho