
উত্তর প্রদেশ পুলিশের ডেপুটি সুপারিন্টেডেন্ট (ডিএসপি) ব়্যাংকের এক কর্মকর্তাকে পদ থেকে নামিয়ে কনস্টেবল পদে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। তিন বছর আগে, এক হোটেলে কৃপাশঙ্কর কন্নৌজিয়াকে নামে ওই ডিএসপি এক নারী কনস্টেবলের সঙ্গে আপত্তিকর অবস্থায় হোটেলে ধরা পড়েন। সেই ঘটনার পর এই পদক্ষেপ নিয়েছে উত্তর প্রদেশ প্রশাসন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশের উন্নাওতে বিঘাপুর এলাকায়, কৃপা শঙ্কর কন্নৌজিয়া সার্কেল অফিসার পদে দায়িত্বপালন করছিলেন কৃপাশঙ্কর ছিলেন। এবার তাকে ২৬ প্রভিন্সিয়াল আর্মড কনস্টেবলারি ব্যাটালিয়ানের অংশ হিসাবে গোরক্ষপুরে যোগ দিতে বলা হয়েছে।
গত ২০২১ সালের জুলাই মাসে তিনি ছুটি নেওয়ার পর থেকে ‘নিখোঁজ’ ছিলেন কৃপাশঙ্কর। পারিবারিক কারণ দেখিয়ে ছুটি নিয়েছিলেন। এপর থেকে তিনি যোগ দেননি কাজে।
ছুটিতে থাকাকালীন কন্নৌজিয়ার ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর ও অফিশিয়াল ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। তা নিয়েও সন্দেহ শুরু হয়। স্বামীর খোঁজ না পেয়ে কৃপাশঙ্করের স্ত্রী উন্নাওয়ের এসপির সঙ্গে যোগাযোগ করেন। জানা যায়, কানপুরের ওই হোটেলে শেষবার কন্নৌজিয়ার লোকেশন পাওয়া গিয়েছিল ফোনে। অফিসারের স্ত্রীর ফোন পেয়ে উন্নাও পুলিশ দ্রুত হোটেলে পৌঁছায়, যেখানে তারা ওই পুলিশ অফিসার এবং নারী কনস্টেবলকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। সিসিটিভি ক্যামেরায় তাদের প্রবেশের ছবিও ছিল।
সেই ঘটনার পর সরকারের কাছে কৃপাশঙ্কর কন্নৌজিয়ার ঘটনার রিপোর্ট যায়। তদন্তের পরতাকে ডিএসপি ব়্যাংক থেকে সরিয়ে পাঠিয়ে দেওয়া হয় কনস্টেবল পদে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho