প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ৮:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২৪, ৮:৫৬ এ.এম
কামারখন্দে মিলল রাসেল ভাইপারের বাচ্চা, আতংকে মানুষ

সিরাজগঞ্জের কামারখন্দে গত তিন দিনে তিনটি রাসেল ভাইপার সাপের বাচ্চা ধরা পড়ায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। মঙ্গলবার (২৫ জুন) রাত ৮টার দিকে উপজেলার জামতৈল গ্রামের সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজ সংলগ্ন বুদ্ধুর মোড়ে সাপের বাচ্চা ধরা পড়ে।
স্থানীয়রা জানায়, গত দুই দিন আগে যে দুটি বাচ্চা মারা হয়েছে তখন এটা ভালোভাবে খেয়াল করিনি। আজকে এর গঠন এবং চলাফেরা দেখে মনে হচ্ছে রাসেল ভাইপার হবে। বিষধর এই সাপের বাচ্চা বের হওয়ায় এলাকায় মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। যেহেতু এটি বাচ্চা তাহলে অবশ্যই বাচ্চার মা এবং আরও রাসেল ভাইপারের বাচ্চা এলাকায় আছে বলে সবাই ধারণা করছে।'
দীর্ঘদিন ধরে বুদ্ধর মোড়ে দোকানদারি করা বুদ্ধ বলেন, আমরা প্রথমে এটাকে সাধারণ সাপ হিসেবেই মনে করেছি। গত পরশুদিনও একটা বাচ্চাকে মেরে ফেলেছি। আজকে সন্ধ্যার পরেই দেখি বাচ্চাটা দোকানের সামনেই নড়াচড়া করছে। তখন রাজা, জীবন, রাজ্জাক, মিঠু দেখে তারা বলে এটা রাসেল ভাইপার। পরে তারা সাপের বাচ্চাটিকে আটকায়।'
ইউএনও শাহিন সুলতানা বলেন, এখন পর্যন্ত যে আতঙ্কিত এলাকাগুলোর নাম রয়েছে তার ভেতরে আমাদের এলাকার নাম ছিল না। আমাদের সবাইকে এখন আরও সতর্কভাবে চলাফেরা করতে হবে।'
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho