
বাগেরহাটের শরণখোলার সাউথখালী, খোন্তাকাটা এবং ধানসাগর ইউনিয়ন এ ঘূর্ণিঝড় রেমাল এ ক্ষতিগ্রস্থ, দরিদ্র, গর্ভবতী, পঙ্গু মানুষের মাঝে এর সহযোগিতায় সিআইএস এর আয়োজনে এ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং মশারী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন ) সকালে ১০ টায় খুড়িয়াখালি গ্রামের প্রদ্দিপন আশ্রয়কেন্দ্রে সিআইএসএর উদ্যোগে খাদ্যসামগ্রি বিতরণ কর্মসূচী শুরু হয়েছে যা আগামী ৩ জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সিআই এসঘূর্ণিঝড় রেমাল এ ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রীবিতরণ কর্মসূচী পরিচালনা করছে। বিগত ১৫ জুন ২০২৪ ইং তারিখ হইতে বিতরণ কর্মসূচী পরিচালিত হচ্ছে।
উক্ত বিতরণ কর্মসূচী তে উপস্থিত ছিলেন, বাংলাদেশ এর নিযুক্ত প্রকল্প সমন্বয়কারী ইউকারিউতসুকা, ইয়ুকোইয়ামামত, সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব, মহিলাবিষয় ককর্মকর্তা জনাব আব্দুল হাই, প্রকল্প প্রতিনিধি জনাব রিয়াজুর রহমান,ইউপি সদস্য জনাব বাচ্চু মুন্সি, সিআইএসএর পক্ষে জনাব রঞ্জিত হালদার, প্রকল্প পরিচালক, জনাব মোঃ গোলাম রসুল, প্রকল্প কর্মকর্তা, জনাব নবী হোসেন, মাঠকর্মী এবং কাজল আক্তার, মাঠকর্মী উক্ত বিতরণ কর্মসূচী পরিচালনা করেন।
খাদ্য সামগ্রীর মধ্যে চাল ১০ কেজি, ডাল ১ কেজি, তেল ২ লিটার, আলু ৫ কেজি, লবন ১ কেজি, পেয়াজ ২ কেজি, শুঁটকি মাছ ১ কেজি এবং মশারী বিতরণ করা হয়। উপস্থিত স্থানীয় জন প্রতিনিধিরা এই পরিচালিত কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং এই মহানমানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho