
আজ বুধবার (২৬ জুন) সকাল থেকে রাজধানীতে শুরু হয়েছে ঝুম বৃষ্টি। এতে তাপমাত্রা কিছুটা কমেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সকাল বেলাতেই যেন নেমে আসে রাতের আঁধার, কালো মেঘে ছেয়ে যায় রাজধানীর আকাশ। সেই সঙ্গে বইতে শুরু করে হওয়া। এরপর সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয় ঝুম বৃষ্টি। আকাশে মেঘের গর্জনের সঙ্গে বৃষ্টিও বেড়েই চলছে। কমেছে তাপমাত্রা।
এদিকে বৃষ্টিতে ভোগান্তিতে পড়ে অফিসগামীসহ জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ। তবে বৃষ্টির কারণে গরম কমায় অনেকটা স্বস্তি পেয়েছে নগরবাসী।
রাজধানীর মোহাম্মদপুরে কথা হয় বেসরকারি চাকরিজীবী রাজিবের সঙ্গে। তিনি বলেন, রামপুরায় আমার অফিস। ঘণ্টাখানিক সময় নিয়ে বের হয়েছি অফিস যাওয়ার জন্য। ছাতাও সঙ্গে নেই। হঠাৎ বৃষ্টিতে একদম ভিজে গেছি।
এদিকে, গতকাল মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টির আভাস থাকলেও ঢাকাসহ আরও ৫টি জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
উল্লেখ্য, ঈদের পর থেকে মৌসুমি বায়ুর প্রভাবে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে নিয়মিত বৃষ্টি হচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষ দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে সক্রিয় রয়েছে। তাই উত্তরাঞ্চলের মধ্যে রংপুর এবং উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে ময়মনসিংহ ও সিলেটে বৃষ্টির প্রভাব বেশি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho