
ফের ভেসে এসেছে পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ৮ ফুট লম্বা একটি মৃত ইরাবতী ডলফিন। ডলফিনটির মাথার অংশে চামড়া ওঠানো। মঙ্গলবার বিকেলে কুয়াকাটা সৈকতের ঝাউবন পয়েন্ট থেকে ডলফিনটির মৃতদেহ উদ্ধার করা হয়।
আজ বুধবার (২৬ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ডলফিনরক্ষা কমিটির সদস্য জুয়েল রানা।
তিনি বলেন, আমি প্রথম ডলফিনটিকে মৃত অবস্থায় দেখতে পাই। আমার বিগত দিনের অভিজ্ঞতা বলছে, কাছাকাছি এসে এটির মৃত্যু হয়েছে ১২ থেকে ১৫ ঘণ্টা আগে।
জানা যায়, এ নিয়ে চলতি বছরে জীবিত একটি ও মৃত ১০টি ডলফিন ভেসে এসেছে কুয়াকাটা সৈকতে। এর আগে গতবছর ১৫টি মৃত ডলফিন ভেসে এসেছিল এ সৈকতে।
এ বিষয়ে গবেষকরা বলছেন, সমুদ্র তার আগের পরিবেশ হারাচ্ছে, তাই এভাবে মৃত ডলফিন ভেসে আসছে।
এ দিকে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, বনবিভাগকে খবর দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডলফিন মৃত্যুর সঠিক কারণগুলো যেন বের করেন, সেই আবেদন জানাচ্ছি।
বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ডলফিন রক্ষা কমিটির মাধ্যমে জানার পর পরই দুর্গন্ধ যেন না ছড়ায় সেজন্য আমাদের সদস্যদের পাঠিয়ে দ্রুত মৃতদেহটি মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho