প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৬, ১২:০০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২৪, ৯:১৭ পি.এম
শার্শায় সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

যশোরের শার্শায় বিষধর সাপের কামড়ে প্রান্তি খাতুন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তবে কি সাপে কামড় দিয়েছে তা কেউ নিশ্চিত করতে পারেননি।
আজ শনিবার (২৯ জুন) সকাল ৯টার দিকে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
শিশু প্রান্তি উপজেলার নিজামপুর ইউনিয়নের একঝালা গ্রামের প্রবাসী সোহাগ মিয়ার ছোট মেয়ে।
শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (২৮ জুন) রাত ১২টার দিকে ঘরের মধ্যে খাটের কাছে বসা ছিল প্রান্তি। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তার হাতে কামড় দেয়। এসময় প্রান্তির চিৎকারে পরিবারের লোকজন ছুটে আসেন এবং তার হাতের ক্ষতস্থান দেখে প্রথমে তাকে শার্শা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয় সেখানে তার অবস্থার অবনতি হলে পরে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নেওয়া হয়। আজ শনিবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা বিপুল বলেন, এলাকার এক শিশু সাপের কামড়ে মারা গেল। খুবই দুঃখজনক ঘটনা। এঘটনায় এলাকার মানুষের মধ্যে শোকের পাশাপাশি সাপ আতঙ্ক বিরাজ করছে। এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। সবাইকে সচেতন হওয়া জরুরি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho