
শ্বশুরের দাফনের ৪ ঘণ্টা পরে বিদ্যুতায়িত হয়ে পুত্রবধূর মৃত্যু হয়েছে।শুক্রবার দিবাগত রাতে এবং শনিবার (২৯ জুন) সন্ধ্যার পর পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মির্জাপুর ইউনিয়নের মির্জা রফিকুল ইসলাম ওরফে মিঠু পুলিশ (৭০) ও তার পুত্রবধূ জাকিয়া সুলতানা জুঁই (২২)। জুঁই মির্জা আল আমিন বাবুর স্ত্রী। তিনি ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাত সাড়ে ১২ টায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মির্জা রফিকুল ইসলাম ওরফে মিঠু পুলিশ। পরে শনিবার দুপুরে তার দাফন সম্পন্ন হয়। এর ৪ ঘণ্টা পরেই সন্ধ্যার দিকে ঘরের বারান্দার সুইচ বোর্ডের লাগানো ডেকোরেশন থেকে আনা একটি স্ট্যান্ড ফ্যানের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে আহত হয় জুঁই। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক তৌহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, ওই গৃহবধূকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তার ডান হাতে কিছুটা পুড়ে যাওয়ার দাগ রয়েছে।
আটোয়ারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, হৃদরোগে শ্বশুরের মৃত্যুর পরে বিদ্যুতায়িত হয়ে পুত্রবধূর মৃত্যুর ঘটনা ঘটে। আমরা পুত্রবধূর মরদেহের সুরতহাল করেছি। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho