প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৬, ২০২৬, ৭:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২৪, ৩:০১ পি.এম
শরণখোলায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

বাগেরহাটের শরণখোলার রায়েন্দা ইউনিয়ন এ ঘূর্ণিঝড় রেমাল এ ক্ষতিগ্রস্থ, দরিদ্র, গর্ভবতী, পঙ্গু মানুষের মাঝে A-PAD এর সহযোগিতায় সিআইএস এর আয়োজনে এ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং মাছ ধরার জাল বিতরণ করা হয়।
(১৫-৩০ জুন) পর্যন্ত রায়েন্দা ইউনিয়ন পরিষদ কার্যালয় এ সিআই এস এর উদ্যোগে খাদ্য সামগ্রি বিতরণ কর্মসূচী পরিচালনা করা হয়। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সিআই এস ঘূর্ণিঝড় রেমাল এ খতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী পরিচালনা করছে। বিগত ১৫ জুন ২০২৪ ইং তারিখ হইতে বিতরণ কর্মসূচী পরিচালিত হচ্ছে।
উক্ত বিতরণ কর্মসূচী তে উপস্থিত ছিলেন জনাব আজমল হোসেন মুক্তা, চেয়ারম্যান, রায়েন্দা ইউনিয়ন, সিআই এস এর পক্ষে জনাব মোঃ গোলাম রসুল, প্রকল্প কর্মকর্তা, জনাব মোঃ আবুল কালাম আজাদ, মেডিকেল এসিসটেন্ট,জনাব নবী হোসেন, মাঠকর্মী এবং কাজল আকতার, মাঠকর্মী উক্ত বিতরণ কর্মসূচী পরিচালনা করেন। খাদ্যসামগ্রীর মধ্যে চাল ১০ কেজি, ডাল ১ কেজি, তেল ২ লিটার, আলু ৫ কেজি, লবন ১ কেজি, পেয়াজ ২ কেজি, শুঁটকি মাছ ১ কেজি এবং ঘূর্ণিঝড় এ ক্ষতিগ্রস্থ জেলেদের মাঝে মাছ ধরার জাল বিতরণ করা হয়।
উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধিরা এই পরিচালিত কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং এই মহান মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho