
নারায়ণগঞ্জে নেশা জাতীয় দ্রব্যের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে টিকটকার স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী। মঙ্গলবার (৯ জুলাই) ভোরে বন্দর থানার কলাগাছিয়া কান্দিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে অভিযুক্ত স্ত্রী শিখা খানকে (২৬) আটক করেছে পুলিশ। আটক শিখা কলাগাছিয়া ইউনিয়নের কান্দিরপাড় এলাকার জুম্মন খানের মেয়ে।
একই সময় তার স্বামী টিকটকার সাকিব খানকে গুরুতর আহত অবস্থায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সাকিব খানের প্রকৃত নাম সাকিল বেপারী। টিকটকার হিসেবে পরিচিতি পাওয়ার জন্য তিনি সাকিব খান নামে আইডি ব্যবহার করেন। সাকিব মাদারীপুরের বাজিতপুর এলাকার মিন্টু বেপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাকিব ও তার স্ত্রী শিখা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টিকটক ও ইউটিউবে ভিডিও কন্টেন্ট তৈরি করেন। তারা দুজনই মাদকাসক্ত। প্রায় সময় তাদের দুজনের মধ্যে ঝগড়া ও মারামারি হতো।
মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই রাজু আহম্মেদ বলেন, ‘জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে টিকটকার সাকিবকে রক্তাক্ত অবস্থায় বিছানার ওপর পাওয়া যায়। গোপনাঙ্গ কেটে ফেলায় প্রচুর রক্তপাত হচ্ছিল। কেটে ফেলা গোপনাঙ্গের অংশ শিখার কাছ থেকে উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, ‘মধ্যরাতের কোনো এক সময় সাকিবের স্ত্রী বিয়ারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে খাইয়ে দেন। ঘুমিয়ে পড়লে ভোরের দিকে তার গোপনাঙ্গ কেটে ফেলেন। আহত অবস্থায় সাকিবকে উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সূত্র-দেশ রুপান্তর
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho