প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৬, ৮:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২৪, ৫:৫৫ পি.এম
শাহজাদপুরে পিপিভি নারীকে চাকরিতে পূর্ণবহালের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবায় নিয়োজিত ৭০ পিপিভি ( পেইড পেয়ার ভলেন্টিয়ার') নারী তাদের চাকুরি পূর্ণবহালের দাবীতে রবিবার দুপুরে স্মারকলিপি প্রদান, মানববন্ধন ও সমাবেশ করেছেন। শাহজাদপুর উপজেলার পৌর সদরের মনিরামপুর বাজারের টাউন মসজিদের সামনে শাহজাদপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
পিপিভি এ্যাসোসিয়েশন, শাহজাদপুর উপজেলা শাখা এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। আধাঘন্টা ব্যাপী মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, রহিমা খাতুন। বক্তব্য রাখেন, রঞ্জিদা বেগম, সাবিনা বেগম, খালেদা বেগম, আঞ্জুয়ারা পারভীন, জোবায়দা খাতুন প্রমুখ। বক্তারা বলেন, সরকারি সকল নিয়ম মেনে ২০১৬ সালের ২৪ মে সারা দেশের ন্যায় শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়নে ৭০ জন নারীকে শাহজাদপুরের পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবার কাজে নিয়োগ প্রদান করেন। সেই থেকে আমরা অদ্যাবধী নিষ্ঠার সাথে আমরা আমাদের দায়ীত্ব পালন করে আসছি। এমন কি করোনা মহামাড়ীর মধ্যেও আমরা জীবনের ঝুঁকি নিয়ে বাইরে বের হয়ে কাজ অব্যহত রেখেছি। অথচ হঠাৎ করে গত ৩ মাস ধরে আমাদের বেতন ভাতা বন্ধ করে দিয়ে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের আর নতুন করে চাকুরিতে আবেদন করার বয়স নেই। ফলে আমরা অন্য কোথাও কাজের সুযোগ পাচ্ছি না। এ অবষ্থায় আমরা পরিবার পরিজন নিয়ে এক বেলা আধ বেলা খেয়ে না খেয়ে দিন পার করছি। অর্থাভাবে আমাদের সন্তানদের পড়ালেখা বন্ধের উপক্রম হয়ে পড়েছে। তাই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুল দাবী অবিলম্বে আমাদের চাকুরিতে আবারও পূর্ণবহাল করে আমাদের অসহায় পরিবার গুলোকে রক্ষা করুন।
পরে তারা শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুজ্জামান ও শাহজাদপুর পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আলীর মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho