
কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। আজকের জয়ে কোপায় সর্বকালের সবচেয়ে সফল দলের তকমা পেয়েছে আর্জেন্টিনা। এটি আলবিসেলেস্তাদের রেকর্ড ১৬তম শিরোপা। এর আগে আর্জেন্টিনার সমান ১৫টি শিরোপা জিতেছিল উরুগুয়ে।
আজকের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ১৫ বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন আর্জেন্টিনার তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। প্রিয় দলকে বিদায় জানানোর সময়টা দারুণ ছিলো এই আর্জেন্টাইনের। নিজের শেষ ম্যাচে দলকে বড় একটি শিরোপ উপহার দিতে পেরেছেন তিনি। শিরোপা জিতে উৎফুল্ল ডি মারিয়া আনন্দ আড়াল করতে পারেনি বিদায়লগ্নে কষ্টের অশ্রুকে।
আজ আর্জেন্টিনার আকাশী-নীল জার্সি শেষবারের মতো গায়ে জড়িয়েছিলেন ডি মারিয়া। যে কারণে ম্যাচ শেষে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি। অক্ষিকোটর থেকে নিজের অজান্তেই বেরিয়েছে অশ্রুধারা।
বিদায়ী ম্যাচ শেষে গণমাধ্যমের সামনে কথা বলেছেন ডি মারিয়া। ডি মারিয়া বলেন, এভাবে জাতীয় দল থেকে অবসর নেওয়া আমার স্বপ্ন ছিলো। আর্জেন্টিনা আমার ভালোবাসা এবং আমার দেশ। ধন্যবাদ।
গত বছরের নভেম্বরে নিজের অবসরের পরিকল্পনা জানিয়েছিলেন ডি মারিয়া। তখন তিনি বলেছিলেন, ২০২৪ সালের কোপা আমেরিকাতেই শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে খেলবেন। আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের আগে ডি মারিয়া আর্জেন্টিনার হয়ে ষষ্ঠ কোনো মেজর টাইটেল জিতেছেন। ২০২২ বিশ্বকাপ, ২০২১ এবং ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং ২০০৮ অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho