প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৬, ১০:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২৪, ৪:৫৮ পি.এম
কালভার্টের মুখ বন্ধ করে পাকা স্থাপনা নির্মাণ

ঠাকুরগাঁও সদর উপজেলা চিলারং ইউনিয়নে পানি নিষ্কাশনের সরকারি জায়গায় কালভার্টের মুখ বন্ধ করে পাকা স্থাপনা তৈরি করায় চরম ভোগান্তিতে প্রায় ১০ হাজার মানুষ। এ ঘটনায় এলাকাবাসি সকল প্রশাসনের নিকট গন স্বাক্ষরিত অভিযোগ দিলেও বহাল তবিয়াতে রয়েছে দখলকারি। ভোগান্তি লাঘবে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন ভুক্তভোগি এলাকাবাসি।
জানা গেছে,সদর উপজেলার চিলারং ইউনিয়নের দক্ষিণ পাড়া এক নং ওয়ার্ডের এলাকার পানি নিষ্কাশন হয়। প্রধান সড়ক সংলগ্ন চিলারং মাদ্রাসা বাজারের পাশে সরকারি জায়গার কালভার্ট দিয়ে। কিন্তু মৃতঃ তমিজউদদীন এর ছেলে তোফাজ্জল (৫৫) ওই সরকারি জায়গার কালভার্ট এর মুখ বন্ধ করে স্থাপনা তৈরি করেছে। সে কারণে পানি নিষ্কাষন না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ওই দুই এলাকার প্রায় ১০হাজার মানুষ। বিষয়টি নিরসনে এলাকাবাসি সংশ্লিষ্ট উদ্ধর্তন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন।
এলাকাবাসি জানান, তোফাজ্জল হোসেন পাকা স্থাপনা তৈরি করে সরকারি জায়গার কালভার্টের মুখ বন্ধ করায় পানি নিষ্কাষন ব্যাহত হচ্ছে যেকারনে আমরা চরম ভোগান্তিতে রয়েছি।
এ বিষয়ে এলাকার কয়েক জন জানান, কালবার্টেনর অধিকাংশ খাস জমির উপর। আমি দেড় শতক জমি দখল করে পানির ফিল্টার করেছি। তবে সরকার চাইলে যেকোন সময় আমি ছেড়ে দেবো।
ইউপি চেয়ারম্যান জানান, এলাকাবাসির অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি নিয়ে বহুবার তোফাজ্জল এর সাথে বসেছি কিন্তু তারা ওই স্থান ছাড়তে নারাজ। সেকারনে আমার নির্বাচনী ওয়ার্ড সহ পাশ্ববর্তী এলাকা একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার স্বীকার হয়।তাই বিষয়টি নিরসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ উদ্ধর্তন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।
তবে আজ ইউপি চেয়ারম্যান সাংবাদিক কে জানান আমি আবারো দাঁড়িয়ে থেকে সরাসরি কালভার্টের মুখ খুলে দেব।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho