
যশোরে হামলার শিকার হয়েছেন কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় অভ্যন্তরে তারা এ হামলার শিকার হন। পরে শিক্ষার্থীরা জর্জ কোর্ট মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এসময় তারা ঢাকাসহ সারাদেশে আন্দোলনকারীদের ওপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। একইসাথে তাদের নায্য দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহবান জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে আজ সকাল থেকেই যশোরের রাজপথে নেমে আসে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। সকাল ১১টায় মেডিকেল কলেজের শিক্ষার্থীরা যশোর-খুলনা বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। আধাঘন্টা পর তারা পুলিশের হস্তক্ষেপে সড়ক ছেড়ে দেয়। এরপর দুপুর ১২টার দিকে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে পৌছায়। সেখানে স্লোগান চলাকালে অতর্কিত তাদের ওপর হামলা চালায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এরপর তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। শিক্ষার্থী পরে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে জড়ো হয় এবং মিছিল নিয়ে জর্জ কোর্ট মোড়ে গিয়ে অবস্থান নেয়। এরপর তারা সেখানে বিক্ষোভ শুরু করে। দুপুর দেড়টা ডর্যন্ত তারা সেখানে অবস্থান নিয়ে স্লোগানে স্লোগারন রাজপথ প্রকম্পিত করে। পরে পুলিশ আন্দোলনকারীদের সাথে আলোচনা করে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।
হৃদয় নামে এক শিক্ষার্থী জানান, কোন প্রকার উস্কানি ছাড়াই তাদের ওপর হামলা হয়েছে। দুইজন গুরুতর আহত হয়েছেন। কিন্তু মারপিট করে আন্দোলন থেকে হটানো যাবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। বেলা দুইটার দিকে সরকারি এম এম কলেজের মাস্টার্সের ছাত্র রিয়াদ হোসেনকে পিটি আহত করে।
রাশেদ নামে অপর শিক্ষার্থী জানান, ছাত্রলীগের কর্মীরা গতকাল সোমবার রাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ও ক্যাম্পান ছাড়তে বাধ্য করেছে। তারপরও তারা আন্দোলনে সক্রিয় আছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho