প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৬, ১২:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৪, ৬:৪৬ পি.এম
৫ লাখ টাকা কুড়িয়ে পেয়ে মাইকিং, সেই সৌরভ গ্রেপ্তার

২০২২ সালের ১৮ আগষ্ট ঠাকুরগাঁও-পঞ্চগড় আঞ্চলিক মহাসড়ক থেকে প্রায় ৫ লাখ টাকাসহ একটি ব্যাগ কুড়িয়ে পান বলে জানান শাকির হোসেন সৌরভ (২৮)। আর সে টাকা ফেরৎ দিতে সারা শহড়জুড়ে মাইকিং করা হয়। মাইকিং করার বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে চলে তুমুল আলোচনা। কয়েকজন গণমাধ্যম কর্মীকে ব্যবহার করে বিষয়টির ব্যাপক প্রচারের মাধ্যমে ভাইরাল হয়।
জানা গেছে, শাকির হোসেন সৌরভ ঠাকুরগাঁওয়ের বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদ মেশিনারির মালিক মাহমুদ আলমের ম্যানেজার ছিলেন। সে পিএইচপি এরাবিয়ান হর্স ঢেউ টিন ও আনোয়ার সিট টিনের ডিলার শীপ পরিচালনা করতেন। ওই সময় উভয়ের যোগসাজসে জেলার রাণীশংকৈলসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের কাছে কোম্পানির অফার ও মূল্য ছাড়ের কথা বলে গোবিন্দ চন্দ্র মন্ডলসহ ৮ ব্যবসায়ীর কাছ থেকে কয়েক কোটি টাকা গ্রহন করেন। উল্লেখিত টাকা মাহমুদ আলম, সৌরভ ও সৌরভের স্ত্রী ফরিদা পারভিনের একাউন্টের মাধ্যমে লেনদেন করা হয়।
কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও মামলার আসামি মাহমুদ আলম ও তার ম্যানেজার সাকির হোসেন সৌরভ ঢেউ টিন ও সিমেন্টের টিন দিতে গড়িমসি করে। এক পর্যায়ে টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানায়। পরে গোবিন্দ চন্দ্র মন্ডল বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে ২০২৩ সালের ৫ জানুয়ারি একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় চলতি মাসের ১১ জুলাই আসামীগণ আদালতে হাজিরা দিতে গেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত, রাণীশংকৈল, ঠাকুরগাঁওয়ের বিজ্ঞ বিচারক আরিফুর রহমান আসামীদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরনের নির্দেশ দেন।
মামলার আসামীরা হলেন, ঠাকুরগাঁও পৌরশহরের হাজীপাড়া মহল্লার হাফিজ উদ্দীনের ছেলে মাহামুদ আলম (৫৩), শান্তিনগর মহল্লার আনোয়ার হোসেনের ছেলে সাকির হোসেন সৌরভ (২৮) ও জাকির হোসেন শাওন (২৪) এবং সৌরভের স্ত্রী ফরিদা পারভিন (২৩)।
বাদী পক্ষের আইনজীবী সূত্রে জানা যায়, পিআরবি’র তদন্ত প্রতিবেদনে সত্যতা পাওয়ায় আসামীগণ আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত আসামীদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho