প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩১, ২০২৬, ৮:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৪, ৯:১৩ এ.এম
মুম্বাইয়ে ভারী বৃষ্টিপাত রেড অ্যালার্ট জারি

আবহাওয়া অফিস উপকূলীয় শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়ার পরে মুম্বাইয়ের বাসিন্দাদের শুক্রবার ( ২৬ জুলাই) সকাল ৮.৩০টা পর্যন্ত বাড়ির ভেতরে থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) মুম্বাইয়ে রেড অ্যালার্ট ঘোষণা করার পরে পুলিশের এই পরামর্শ আসে।
মুম্বাই পুলিশ সামাজিকমাধ্যম এক্স-এ এক পোস্টে জানিয়েছে, ‘আইএমডি শুক্রবার সকাল ৮.৩০ টা পর্যন্ত মুম্বাইয়ের জন্য রেড অ্যালার্ট ঘোষণা করেছে। সমস্ত মুম্বাইবাসীকে অত্যাবশ্যক না হলে বাড়ির ভেতরে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। অনুগ্রহ করে নিরাপদে থাকুন। জরুরী পরিস্থিতিতে ১০০, ১১২ ডায়াল করুন।’
মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং রায়গড় কালেক্টরকে ডেকে বন্যা-দুর্গত মানুষকে সাহায্য করতে বলেছেন।
এদিকে ভূমিধসের পর রায়গড়-পুনে রুটে তামহিনি ঘাটে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিন্ডে সংবাদসংস্থা এএনআইকে বলেন, ‘পুনেতে রাস্তাঘাটে ও মানুষের বাড়িতে জল জমে আছে। খড়কওয়াসলা বাঁধ এবং আশেপাশের এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে। জেলা কালেক্টর, মিউনিসিপ্যাল কমিশনার এবং পুলিশ কমিশনাররা সতর্ক রয়েছেন।’
ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) কে নিয়োজিত করা হয়েছে এবং সেনাবাহিনীর এয়ারলিফটিং দলগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
বৃহস্পতিবার ( ২৫ জুলাই) পুনে, পালঘর ও মুম্বাই এই তিনটি শহর এবং মহারাষ্ট্রের অন্যান্য অংশে প্রবল বৃষ্টিপাত থেকে বন্যা দেখা দেয়। এরই মধ্যে পুনেতে ছয় জনের মৃত্যু হয়েছে।
সূত্র: এনডিটিভি
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho