
গত কয়েকদিনের সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ডেমোক্র্যাটিক দলের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রেসিডেন্টপ্রার্থী হিসেবে সমর্থন দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। খবর বিবিসি।
বারাক ওবামা এবং সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, আমরা বিশ্বাস করি কমলা হ্যারিসের এই সংকটময় অবস্থা মোকাবিলা করার লক্ষ্য, বৈশিষ্ট্য ও সামর্থ্য রয়েছে।
তারা বলেন, ‘আমরা রাষ্ট্রপতি বাইডেনের সঙ্গে একমত। কমলাকে বেছে নেওয়া তার নেওয়া সেরা সিদ্ধান্তগুলির মধ্যে একটি। এবং এটি প্রমাণ করার জন্য তার (কমলা) সামর্থ্য রয়েছে।’ গত সপ্তাহে জো বাইডেন প্রেসিডেন্টপ্রার্থী হিসেবে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়ার পর কমলা হ্যারিস শতাধিক ডেমোক্র্যাট প্রতিনিধির সঙ্গে নিজের সমর্থনের ব্যাপারে কথা বলেছেন। বারাক ওবামাও তাদের মধ্যে ছিলেন।
সেসময় এক বিবৃতিতে ওবামা বাইডেনের সরে যাওয়ার সিদ্ধান্তের প্রসংশা করলেও কমলা হ্যারিসকে সমর্থন দেওয়া থেকে বিরত ছিলেন। কমলা হ্যারিস ইতোমধ্যে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাট প্রতিনিধির (ডেলিগেট) সমর্থন আদায় করেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগস্টে দলের কনভেনশনে তাকে আনুষ্ঠানিক মনোনীত প্রার্থী ঘোষণা করা হবে বলে ধরে নেওয়া হচ্ছে।