
অলিম্পিকে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এই জয়ে ‘বি’ গ্রুপে রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা।
মরক্কোর কাছে অনাকাঙ্ক্ষিত পরাজয়ে ৩ ম্যাচে ২ জয় নিয়ে নিকোলাস ওতামেন্দিদের পয়েন্ট ৬। অন্য ম্যাচে ইরাককে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে মরক্কো।
এই ম্যাচটি ছিল আর্জেন্টিনার জন্য বাঁচা-মরার লড়াই। এমন ম্যাচে প্রথমার্ধে গোলশূন্য ড্র ছিল প্রথমার্ধ। হারলেই বাড়ি ফিরে চলে যেতে হবে এমন ম্যাচ প্রথমার্ধেও ড্র থাকায় কিছুটা শঙ্কাই তৈরি হয়েছিল হ্যাভিয়ের মাশ্চেরানোর শীষ্যদের জন্য।
তবে সকল শঙ্কাকে উড়িয়ে দ্বিতীয়ার্ধে খেলা শুরু হওয়ার দুই মিনিটের মধ্যেই চোখ ধাঁধানো শটে আর্জেন্টিনাকে এগিয়ে নেন থিয়াগো আলমাদা। মাঝমাঠে ক্রিস্তিয়ান মেদিনার কাছ থেকে বল পেয়ে তা বল টেনে নিয়ে যান। তবে বক্সে ঢোকার আগেই বাইরে থেকে নেওয়া নিখুঁত শটে স্কোর করেন তিনি।
১-০ গোলে এগিয়ে যাওয়ার পর খেলা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে আর্জেন্টিনার। ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্লাউদিও এচেভেরি। প্রথমে শটটি নেন মেদিনা। সেই শটটি ইউক্রেনের গোলরক্ষক ফিরিয়ে দিলে সেটি ফাঁকায় পান ক্লাউদিও। সেখান থেকে বল জালে জড়াতে ভুল করেননি তিনি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho