সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

 মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ ৬মাস বাড়িয়েছে জান্তা সরকার

 মিয়ানমারের জান্তা সরকার বুধবার (৩১ জুলাই) জরুরি অবস্থার মেয়াদ ছয়মাস বাড়িয়েছে। এতে জান্তা প্রতিশ্রুতি দিলেও দেশটিতে নতুন নির্বাচন আবারো বিলম্বিত হবে।

সম্প্রচারকারী এমআরটিভির মতে, জান্তা নিযুক্ত ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি কাউন্সিলের সব সদস্য সর্বসম্মতভাবে জরুরি অবস্থার মেয়াদ আরো ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

সেনাবাহিনী ২০২০ সালের নির্বাচনে অযৌক্তিক জালিয়াতির অভিযোগ তুলে ক্ষমতা দখল করে। ওই নির্বাচনে অং সান সু চির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বিপুল ভোটে জয়লাভ করেছিলো।

অভ্যুত্থানের বিরুদ্ধে সশস্ত্র বিরোধিতা দমন করতে হিমশিম খাওয়ায় জান্তা একাধিকবার জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে। এই বিরোধিতায় প্রতিষ্ঠিত জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী ও নতুন গণতন্ত্রপন্থী পিপলস ডিফেন্স ফোর্স অন্তর্ভুক্ত।

মিয়ানমারে সেনা প্রণীত ২০০৮ সালের সংবিধান এখনো কার্যকর বলে জান্তা ঘোষণা করেছে। সেই সংবিধান অনুসারে, জরুরি অবস্থা প্রত্যাহারের ছয় মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করতে হবে।

জাতিসংঘের তথ্যানুযায়ী, অভ্যুত্থানের পর থেকে সামরিক বাহিনী ও এর বিরোধীদের মধ্যে সংঘর্ষের কারণে ২৭ লাখ মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। সূত্র : এএফপি

জনপ্রিয়

ফেসবুকে পোস্ট নিয়ে সাংবাদিকের ওপর অতর্কিত হামলা

 মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ ৬মাস বাড়িয়েছে জান্তা সরকার

প্রকাশের সময় : ০৮:০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪

 মিয়ানমারের জান্তা সরকার বুধবার (৩১ জুলাই) জরুরি অবস্থার মেয়াদ ছয়মাস বাড়িয়েছে। এতে জান্তা প্রতিশ্রুতি দিলেও দেশটিতে নতুন নির্বাচন আবারো বিলম্বিত হবে।

সম্প্রচারকারী এমআরটিভির মতে, জান্তা নিযুক্ত ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি কাউন্সিলের সব সদস্য সর্বসম্মতভাবে জরুরি অবস্থার মেয়াদ আরো ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

সেনাবাহিনী ২০২০ সালের নির্বাচনে অযৌক্তিক জালিয়াতির অভিযোগ তুলে ক্ষমতা দখল করে। ওই নির্বাচনে অং সান সু চির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বিপুল ভোটে জয়লাভ করেছিলো।

অভ্যুত্থানের বিরুদ্ধে সশস্ত্র বিরোধিতা দমন করতে হিমশিম খাওয়ায় জান্তা একাধিকবার জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে। এই বিরোধিতায় প্রতিষ্ঠিত জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী ও নতুন গণতন্ত্রপন্থী পিপলস ডিফেন্স ফোর্স অন্তর্ভুক্ত।

মিয়ানমারে সেনা প্রণীত ২০০৮ সালের সংবিধান এখনো কার্যকর বলে জান্তা ঘোষণা করেছে। সেই সংবিধান অনুসারে, জরুরি অবস্থা প্রত্যাহারের ছয় মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করতে হবে।

জাতিসংঘের তথ্যানুযায়ী, অভ্যুত্থানের পর থেকে সামরিক বাহিনী ও এর বিরোধীদের মধ্যে সংঘর্ষের কারণে ২৭ লাখ মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। সূত্র : এএফপি