
দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট গেট দিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় দিলরুবা বেগম (৩৫) নামে এক নারী পাসপোর্টধারী যাত্রীর কাছ থেকে ১ হাজার ৭৭০ পিস ইয়াবা উদ্ধার করেছেন চেক পোস্টের বিজিবির সদস্যরা।
আজ শনিবার (৩ আগষ্ট) সকাল সাড়ে ১১ টায় হিলি সীমান্তেরর শুন্য রেখায় ওই নারীর ব্যাগ তল্লাশি করে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত ওই নারীর জেলার পার্বতীপুর পৌর শহরের মোজাফ্ফর মহল্লার শহিদুল ইসলামের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল নাহিদ নেওয়াজ।
তিনি জানান,প্রতিদিনের ন্যায়ে আজও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। সকল থেকে বেশ কিছু যাত্রী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছেন। বেলা সাড়ে ১১ টার দিকে এক নারী যাত্রী ভারত থেকে আসার সময় তার ব্যাগ তল্লাশি করার সময় তার ব্যাগ থেকে ১ হাজার ৭৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পরে ওই নারীকে আটক করে ক্যাম্পে নেওয়া হয়। বিজিবির সদস্যরা ওই নারীর বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলা দায়ের পূর্বক থানায় সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho