
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর সমুদ্র সৈকতের একটি এলাকায় আত্মঘাতী বোমা ও বন্দুকধারীদের হামলায় অন্তত ৩২ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।পুলিশের মুখপাত্র আব্দিফাতাহ আদান হাসান বলেন, হামলায় প্রায় ৬৩ জন আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় গণমাধ্যম জানায়, সোমালিয়ার দক্ষিণ ও মধ্যাঞ্চলের বিশাল অংশ নিয়ন্ত্রণকারী আল-শাবাব জঙ্গিরাই এ হামলা চালিয়েছে।আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট এই গোষ্ঠীটি সোমালিয়ায় জাতিসংঘ সমর্থিত সরকারের বিরুদ্ধে প্রায় ২০ বছর ধরে বিদ্রোহ চালিয়ে আসছে।
একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, স্থানীয়রা খুব আতঙ্কিত ছিল, কী ঘটেছে তা জানা যাচ্ছিল না। কারণ বিস্ফোরণের পরপরই গোলাগুলি শুরু হয়েছিল। আমি সৈকতের পাশে আহত লোকজনকে দেখেছি। লোকজন আতঙ্কে চিৎকার করছিল। কে মারা গেছে আর কে বেঁচে আছে জানাও যাচ্ছিল না।
কমপক্ষে পাঁচজন এ হামলার জন্য দায়ী বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র হাসান। তিনি বলেন, একজন হামলাকারী নিজে আত্মঘাতী বোমায় নিহত হয়েছেন এবং আরও তিনজনকে হত্যা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho