
রাজধানীর ডেমরা এলাকায় আবু সাঈদ (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ডেমরা ৬৭ নাম্বার ওয়ার্ডের যুবদলের আহবায়ক ছিল।
গতকাল শুক্রবার (৯ আগস্ট) রাত ১১ টার দিকে আবু সাঈদকে রক্তাক্ত অবস্থায় স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পরে তাকে মৃত ঘোষণা করে।
নিহতের মামা আপেল মাহমুদ জানান, আবু সাঈদ পেশায় ব্যাবসায়ী ছিলেন। এবং ডেমরা ৬৭ নম্বর ওয়ার্ড যুবদলের আহবায়ক ছিলেন। ডেমরা বাহিরটেংরা আমতলায় স্ত্রী বিথী আক্তার ও দেড় বছরের ছেলেকে নিয়ে থাকতো।
তিনি আরো জানান, আজ সন্ধ্যার দিকে এলাকায় মিছিল করে বাসায় ফিরছিল। বাসার কিছুটা দুরে সারুলিয়া ওরিয়েন্টাল স্কুলের সামনে আসলে এলাকার আনোয়ার, আকবর, রনি, জ্বীন বাবু, সালামসহ আওয়ামী লীগ, যুবলীগের লোকজন অতর্কিত ভাবে আবু সাঈদকে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর আবু সাঈদকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পেরইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাজধানীর ডেমরা এলাকায় আবু সাঈদ এক যুবককে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাথাসহ শরীরে বেশ কয়েক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho