প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৫, ৫:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২৪, ৯:৫৪ এ.এম
শ্রীমঙ্গলে সেনাবাহিনীর সহায়তায় পুলিশিং কার্যক্রম শুরু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে থানায় তিনভাগের দুই ভাগ পুলিশ সদস্য কাজে যোগদান করেছেন। শনিবার (১০ আগস্ট) থেকে কাজে যোগদান করে কার্যক্রম শুরু করেন থানাপুলিশ।
রোববার বিকেলে প্রত্তহ পরিদর্শনের অংশ হিসেবে শ্রীমঙ্গল থানা পরিদর্শণ শেষে উপজেলার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর মেজবা বলেন, আজ থেকে থানায় পুলিশি কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে ভুক্তভোগীরা তাদের অভিযোগ থানায় লিখিত আকারে দিতে পারবেন। তিনি সাংবাদিকদের নিকট অনুরোধ করেন জনগণের নিকট এই বার্তা পৌঁছে দিতে পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা দিতে কাজ শুরু করেছে। এক্ষেত্রে সেনাবাহিনী যতদিন প্রয়োজন ততদিন পুলিশ ও জনগণের পাশে থাকবে। এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেন, শ্রীমঙ্গল থানা পুলিশ তার পুরো কার্যক্রম দ্রুততম সময়ে অতীতের রুপে ফিরে যাবে। তিনভাগের দুই ভাগ পুলিশ কর্মকর্তারা তাদের কাজে যোগদান করেছে বাকীরা দুই একদিনের ভেতর যোগদিবেন বলে তিনি আশাবাদী। আপাততঃ থানা কম্পাউন্ডের কি কি ক্ষতি হয়েছে তালিকা করে তার হিসেবনিকেশ করা হবে। এসময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব, র্যাব-৯ শ্রীমঙ্গল আঞ্চলিক ক্যাম্পের অধিনায়ক এএসপি ইকরামুল ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho