প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৫, ১:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৩, ২০২৪, ৩:৩১ পি.এম
ক্ষেতলালে শিক্ষার্থীদের রঙ-তুলির আঁচড়ে বদলে যাচ্ছে দেয়ালের চিত্র

রঙ-তুলির আঁচড়ে নতুন বার্তা দিয়ে শিক্ষার্থীদের দেয়াল লিখনীতে বদলে যাচ্ছে জয়পুরহাটের ক্ষেতলাল বাজারের চিত্র।
মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল থেকে উপজেলার সর্ববৃহৎ বিদ্যাপীঠ সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজের দেয়ালগুলোতে বিজয় উল্লাসের বিভিন্ন গ্রাফিতি আঁকতে দেখা যায় শিক্ষার্থীদের। দিনভর এসব দেয়ালে গ্রাফিতির কাজ করেন শিক্ষার্থীরাসহ একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। একইসঙ্গে ছাত্র-জনতার বিজয়ের বিভিন্ন প্রতীকী ছবিও আঁকা হয়।
সরেজমিনে দেখা যায়, ছাত্র আন্দোলনের পরবর্তী সারা দেশে পরিষ্কার-পরিচ্ছন্নতার অংশ হিসেবে ক্ষেতলাল এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়ালে রঙ-তুলির আঁচড়ে দেয়াল সাজাতে শুরু করেছেন শিক্ষার্থীরা। তাদের এমন ইতিবাচক কার্যক্রম নজর কেড়েছে অনেকের।
গ্রাফিতি অংকন কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করে দেশে দ্বিতীয়বার স্বাধীনতা ফিরিয়ে এনেছে। কোটা আন্দোলন কে ঘিরে যারা শহীদ হয়েছিলেন। তাদের সৃতিকে ধরে রাখতে আমরা নিজ উদ্যোগে ও অর্থায়নে ইতিপূর্বে বাজারের বিভিন্ন দেওয়ালে গ্রাফিতি অংকন করেছি। আজ আমাদের উপজেলার সর্ববৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজের দেওয়ালগুলোতে গ্রাফিতি আঁকছি। আমরা চাই সুন্দরভাবে নিয়ম মেনে দেশ চলুক।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho