প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৫, ৬:২২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৫, ২০২৪, ৩:০৫ পি.এম
ক্ষেতলালে থানা পুলিশের মহড়া, সাধারণ মানুষের মাঝে স্বস্তি

জয়পুরহাটের ক্ষেতলাল থানার সকল আইনী কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু করতে থানা পুলিশের একটি টহল টিম মহড়া দিয়েছেন। এদিকে থানার সকল আইনী কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হওয়া এবং পুলিশকে মাঠে নামতে দেখে এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
১৫ (আগস্ট) বৃহস্পতিবার বেলা ১২ টার সময় ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি টহল টিম মহড়া নিয়ে থানা বাজার হয়ে ইটাখোলা, ভাসিলা, নিশ্চিন্তা ও বটতলী বাজার দিয়ে থানায় আসেন।
এসময় পুলিশ কর্মকর্তারা, এলাকার সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার জন্য বলেন। তারা আরো বলেন, আপনাদের আশেপাশে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে থানা পুলিশকে খবর দিবেন। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতার আহ্বান জানান তারা।
পুলিশকে মাঠে দেখে এলাকার সাধারণ মানুষ বলেন, আমাদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রধান ভূমিকা পালন করেন পুলিশ বাহিনী। বেশ কয়েকদিন তারা কর্মবিরতিতে থাকার কারণে আমাদের ভিতর একটা আতঙ্ক কাজ করছিলো। এখন পুলিশ মাঠে ঘুরছে এবং থানার সকল আইনী কার্যক্রম স্বাভাবিক হয়েছে এটা দেখে আমাদের ভয় দূর হয়েছে।
উল্লেখ্য গত ০৫ (আগস্ট) থেকে বাংলাদেশের প্রায় প্রতিটি থানায় আক্রমণ, হামলা, ভাংচুর ও পুলিশ সদস্য নিহতের ঘটনা ঘটলেও সমগ্র বাংলাদেশ তথা, জয়পুরহাট জেলার একমাত্র ক্ষেতলাল থানা যেখানে একটি ইটের ছোট টুকরোও কেউ ছুড়েনি। এমন পরিস্থিতিতেও থানার একটি পুলিশ সদস্যও থানা ছেড়ে অন্য কোথাও যায়নি। যার অন্যতম প্রধান কারণ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন। তিনি তার সততার দ্বারা দলমত নির্বিশেষে এ থানার সকল সেবা দিয়ে যাচ্ছেন।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, থানার অফিসার ফোর্সদের উজ্জীবিত করা এবং সাধারণ মানুষের সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের লক্ষ্যে আজকের এই মহড়া। তিনি আরো বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশকে সহযোগিতা করছে বাংলাদেশ সেনাবাহিনী।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho